1 প্রভু রাজত্ব করেন, জাতিসকল আলোড়িত হোক,
তিনি খেরুব বাহনে সমাসীন, শিহরে উঠুক জগৎ ।
2 সিয়োনে প্রভু মহান,
তিনি সকল জাতির উপরে উচ্চতম।
3 তারা করুক তোমার মহান ও ভয়ঙ্কর নামের স্তুতিগান,
পবিত্রই সেই নাম!
4 হে শক্তিশালী রাজা, তুমি যে ন্যায় ভালবাস,
তুমিই তো সততা করেছ দৃঢ়প্রতিষ্ঠিত ;
যাকোবে তুমিই ন্যায় ও ধর্মময়তার সাধক।
5 আমাদের পরমেশ্বর প্রভুর বন্দনা কর,
তাঁর পাদপীঠে কর প্রণিপাত,
পবিত্রই তিনি!
6 মোশী ও আরোন আছেন তাঁর যাজকদের মাঝে,
যাঁরা তাঁর নাম করেন, তাঁদের মধ্যে সামুয়েল।
তাঁরা প্রভুকে ডাকতেন আর তিনি সাড়া দিতেন,
7 মেঘ-স্তম্ভ থেকে তিনি তাঁদের কাছে কথা বলতেন,
তাঁরা মেনে চলতেন তাঁর নির্দেশগুলি
আর সেই বিধান যা তিনি দিয়েছিলেন তাঁদের।
8 হে প্রভু, আমাদের পরমেশ্বর, তুমি তাঁদের সাড়া দিতে,
যদিও তাঁদের পাপের শাস্তি দিতে
তুমি তাঁদের জন্য ছিলে ধৈর্যশীল ঈশ্বর।
9 আমাদের পরমেশ্বর প্রভুর বন্দনা কর,
তাঁর পবিত্র পর্বত পানে কর প্রণিপাত,
পবিত্রই আমাদের পরমেশ্বর প্রভু!