Index

সামসঙ্গীত - Chapter 47

1 সর্বজাতি, করতালি দাও, আনন্দের কন্ঠে পরমেশ্বরের উদ্দেশে জাগিয়ে তোল জয়ধ্বনি,
2 কারণ পরাৎপর প্রভু ভীতিপ্রদ, সারা পৃথিবী জুড়ে তিনি মহান রাজা।
3 যত জাতিকে তিনি আমাদের অধীনে আনলেন, যত দেশ আমাদের পদতলে ;
4 আমাদের উত্তরাধিকার বেছে নিলেন আমাদেরই জন্য- তাঁর প্রীতিভাজন যাকোবের গর্বের পাত্র।
5 পরমেশ্বর আরোহণ করছেন জয়ধ্বনির মধ্যে, প্রভু ভূষনিনাদের মধ্যে।
6 স্তবগান কর, পরমেশ্বরের স্তবগান কর, স্তবগান কর, আমাদের রাজার উদ্দেশে স্তবগান কর।
7 পরমেশ্বরই সারা পৃথিবীর রাজা, তাই নৈপুণ্যের সঙ্গে স্তবগান কর।
8 পরমেশ্বর জাতি-বিজাতির উপর রাজত্ব করেন, পরমেশ্বর তাঁর পবিত্র সিংহাসনে সমাসীন।
9 আব্রাহামের পরমেশ্বরের আপন জাতির সঙ্গে জাতিসকলের নেতৃবৃন্দ আজ সম্মিলিত ; কারণ পরমেশ্বরেরই তো পৃথিবীর সমস্ত ঢাল, সর্বোচ্চ তিনি।