Index

সামসঙ্গীত - Chapter 16

1 আমাকে রক্ষা কর গো ঈশ্বর, তোমাতেই নিয়েছি আশ্রয়।
2 প্রভুকে বলেছি, ‘প্রভু, তুমিই আমার মঙ্গল, তোমার ঊর্ধ্বে কেউই নেই।'
3 দেশে সেই পবিত্রজনদের প্রতি, আর সেই মহীয়ানদের প্রতিই ছিল আমার পরম প্রীতি।
4 অন্য দেবতার অনুগামী যারা, বহু বহু কষ্ট তাদের! আমি কিন্তু তাদের উদ্দেশে রক্ত-নৈবেদ্য আর ঢেলে দেব না, ওষ্ঠেও আর তুলে নেব না তাদের নাম।
5 প্রভুই আমার স্বত্বাংশ, আমার পানপাত্র, তোমার হাতেই আমার নিয়তির ভার।
6 সীমানা আমার পক্ষে পড়েছে মনোহর স্থানে, আমার উত্তরাধিকার আমার কাছে সত্যি অপরূপ।
7 প্রভুকে ধন্য বলব, তিনি যে আমাকে মন্ত্রণা দেন, রাত্রিতেও আমাকে উদ্বুদ্ধ করে আমার অন্তর।
8 আমার সামনে প্রভুকে অনুক্ষণ রাখি, তিনি আমার ডান পাশে বলে আমি টলব না।
9 তাই আমার অন্তর আনন্দ করে, মেতে ওঠে আমার প্রাণ, আমার দেহও ভরসাভরে করে বিশ্রাম,
10 তুমি যে আমাকে বিসর্জন দেবে না পাতালের হাতে, না, তোমার ভক্তজনকে তুমি সেই গহ্বর দেখতে দেবে না।
11 তুমি আমাকে জানিয়ে দেবে জীবনের পথ, তোমার সম্মুখেই আনন্দের পূর্ণতা, তোমার ডান পাশেই চিরন্তন সুখ।