Index

সামসঙ্গীত - Chapter 133

1 আরোহণ-সঙ্গীত। দাউদের রচনা।
দেখ, ভাইদের একত্রে বাস করা
কতই না ভাল, কতই না সুন্দর!
2 যেমন মাথায় সেই উৎকৃষ্ট তেল যা দাড়ি বেয়ে,
আরোনের দাড়ি বেয়ে ঝরে পড়ে,
ঝরে পড়ে তাঁর পোশাকের গলবন্ধনীর উপর,
3 তেমনি সেই হার্মোনের শিশির,
যা ঝরে পড়ে সিয়োনের চূড়ায় চূড়ায়।
সেইখানে তো প্রভু জারি করেছেন আশীর্বাদ,
চিরকালীন জীবনদান।