1 আমি প্রভুকে ভালবাসি,
তিনি যে শুনলেন আমার কণ্ঠ, শুনলেন মিনতি আমার,
2 সত্যিই, যখন তাঁকে ডাকলাম,
সেইদিন তিনি আমাকে কান পেতে শুনলেন।
3 মৃত্যুর বাঁধন জড়িয়ে ধরছিল আমায়,
পাতালের যন্ত্রণা আবদ্ধ করে রাখছিল আমায়,
সঙ্কটে বেদনায় আবদ্ধ হয়ে
4 আমি করলাম প্রভুর নাম—
‘দোহাই প্রভু, আমার প্রাণের নিষ্কৃতি দাও।'
5 প্রভু দয়াবান, ধর্মময়,
আমাদের পরমেশ্বর স্নেহশীল।
6 প্রভু সরলমনাকে রক্ষা করেন ;
নিরুপায় ছিলাম, আর তিনি আমাকে পরিত্রাণ করলেন।
7 প্রাণ আমার, এখন ফিরে যাও তোমার বিশ্রামস্থানে,
প্রভু যে করলেন তোমার উপকার।
8 তুমি মৃত্যু থেকে আমার প্রাণ, অশ্রু থেকে আমার চোখ,
পতন থেকে আমার পা নিস্তার করলে।
9 আমি প্রভুর সম্মুখে চলতে থাকব
জীবিতের দেশে।
10 আমি তখনও বিশ্বাস রেখেছি যখন বলতাম,
‘আমি অত্যন্ত দুর্দশাগ্রস্ত, '
11 বিহ্বল হয়ে আমি বলতাম,
‘সকল মানুষ মিথ্যাবাদী।'
12 আমার প্রতি প্রভুর সমস্ত উপকারের জন্য
প্রতিদানে আমি তাঁকে কী দিতে পারব?
13 পরিত্রাণের পানপাত্র তুলে ধরে
আমি করব প্রভুর নাম ।
14 প্রভুর উদ্দেশে আমার ব্রতসকল উদ্যাপন করব
তাঁর সমস্ত জনগণের সামনে।
15 প্রভুর দৃষ্টিতে মূল্যবান
তাঁর ভক্তদের মৃত্যু।
16 দোহাই প্রভু! আমি তো তোমার দাস,
আমি তোমারই দাস, তোমার দাসীর পুত্র,
তুমি খুলে দিয়েছ আমার শৃঙ্খল।
17 তোমার উদ্দেশে ধন্যবাদ-বলি উৎসর্গ করে
আমি করব প্রভুর নাম ।
18 প্রভুর উদ্দেশে আমার ব্রতসকল উদ্যাপন করব
তাঁর সমস্ত জনগণের সামনে,
19 প্রভুর গৃহের প্রাঙ্গণে,
হে যেরুসালেম, তোমারই অন্তঃস্থলে।
আল্লেলুইয়া !