1 পরমেশ্বর, নিশ্চুপ থেকো না, থেকো না বধির নিষ্ক্রিয়, ওগো ঈশ্বর।
2 দেখ, তোমার শত্রুরা কোলাহল করছে, যারা তোমাকে ঘৃণা করে, তারা মাথা উঁচু করছে।
3 ওরা তোমার জাতির বিরুদ্ধে চক্রান্ত আঁটছে, তোমার আশ্রিতজনদের বিরুদ্ধে মন্ত্রণা করছে।
4 ওরা বলে, 'এসো, দেশরূপে এদের নিশ্চিহ্ন করি, ইস্রায়েলের নাম যেন আর কখনও স্মরণ করা না হয়।'
5 ওরা একমন হয়ে একসঙ্গে মন্ত্রণা করছে, তোমার বিরুদ্ধে সন্ধি স্থাপন করছে,
6 এদোমের যত তাঁবু এবং ইসমায়েলীয় সকল, মোয়াব এবং আগারের বংশধর যারা ;
7 গেবাল, আম্মোন ও আমালেক, ফিলিস্তিয়া তুরস-অধিবাসীদের সঙ্গে ;
8 আসুরও যোগ দিয়েছে ওদের সঙ্গে, এরাই তো লোট সন্তানদের বাহু।
9 ওদের তুমি তাই কর, মিদিয়ানকে যা করেছিলে, সিসেরা ও যাবিনকে যা করেছিল কিশোন নদীর ধারে।
10 এন্দোরে ধ্বংস হয়েছিল ওরা, হয়েছিল মাটির সার।
11 ওদের নেতাদের তুমি ওরেব ও জেয়েবের মত করে ফেল, ওদের সকল নায়ককে করে ফেল জেবা ও সামুন্নার মত।
12 ওরা বলেছিল, 'আমাদের নিজেদেরই জন্য, এসো, পরমেশ্বরের চারণভূমি দখল করি।'
13 হে আমার পরমেশ্বর, তুমি ওদের ঘূর্ণিবায়ুর মত কর, বাতাস-তাড়িত ধুলারই মত কর ;
14 আগুন যেমন বন পুড়িয়ে ফেলে, জ্বলন্ত শিখা যেমন গ্রাস করে পাহাড়পর্বত,
15 তুমি তেমনি তোমার ঝড়ঝঞ্ঝায় ওদের ধাওয়া কর, তোমার ঘূর্ণিঝড়ে ওদের সন্ত্রস্ত কর।
16 ওদের মুখ লজ্জায় ঢেকে দাও, ওরা যেন তোমার নাম অন্বেষণ করে, প্রভু।
17 ওরা লজ্জিত, সন্ত্রাসিত হোক চিরদিন চিরকাল ধরে, নতমুখ হোক, বিলুপ্ত হোক।
18 জানুক ওরা যে তুমি, প্রভুই যাঁর নাম, সারা পৃথিবীর উপর কেবল তুমিই পরাৎপর।