Index

সামসঙ্গীত - Chapter 4

1 আমি ডাকলেই সাড়া দিও, হে আমার ধর্মময়তার পরমেশ্বর ;
সঙ্কটে আমায় দিয়েছ আরাম,
আমাকে দয়া কর, আমার প্রার্থনা শোন।
2 হে মানবসন্তান, আর কতকাল তোমরা আমার গৌরব অপমান করবে,
মোহমায়া ভালবাসবে, মিথ্যার অন্বেষণ করবে?
3 জেনে রেখ, প্রভু আপন ভক্তজনের জন্য সাধন করেন আশ্চর্য কাজ, 8
আমি ডাকলেই শুনবেন প্রভু।
4 কম্পিত হও, আর পাপ নয়,
শয্যায় হৃদয়গভীরে ধ্যান কর, থাক নিশ্চুপ।
5 যথার্থ যজ্ঞ উৎসর্গ কর, প্রভুতে ভরসা রাখ ।
6 অনেকে বলে : 'কে আমাদের দেখাবে মঙ্গল?”
তোমার শ্রীমুখের আলো, প্রভু, আমাদের উপর উদ্ভাসিত হোক।
7 গম ও আঙুররসের প্রাচুর্যে ওদের যত আনন্দ,
তার চেয়েও বেশি আনন্দ তুমি দিয়েছ আমার হৃদয়ে।
8 তেমন শাস্তিতে শয়ন করে আমি ঘুমিয়ে পড়ি,
কারণ একমাত্র তুমিই, প্রভু, আমাকে ভরসাভরে বিশ্রাম করতে দাও।