Index

সামসঙ্গীত - Chapter 73

1 আহা, ইস্রায়েলের প্রতি, শুদ্ধহৃদয়দেরই প্রতি পরমেশ্বর কতই না মঙ্গলময় !
2 অথচ আমি প্রায় হোচট খাচ্ছিলাম, প্রায় টলে যাচ্ছিল আমার পা,
3 কারণ দুর্জনদের সমৃদ্ধি দেখে দাম্ভিকদের ঈর্ষা করেছিলাম।
4 ওদের কখনও দুঃখকষ্ট নেই, ওদের দেহ হৃষ্টপুষ্ট।
5 ওরা মরমানুষের মত দুর্দশাগ্রস্ত নয় ; অন্য লোকদের মত আঘাতগ্রস্ত নয়-
6 অহঙ্কার যেন ওদের গলার মালা, হিংসাই ওদের বসন যেন।
7 ওদের মেদপিণ্ড থেকে বেরিয়ে আসে ওদের চোখ, ওদের হৃদয় থেকে কত কুচিন্তা উপচে পড়ে।
8 ওরা ব্যঙ্গ করে, ঈর্ষায় ভরা কথা বলে, উঁচুস্থান থেকে অত্যাচারের হুমকি দেয়।
9 ওরা আকাশ পর্যন্তই মুখ উঁচু করে, ওদের জিহ্বা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায় ;
10 এজন্য তাঁর জনগণ এই দিকে ফেরে যেখানে প্রচুর জল পান করতে পারে।
11 ওরা বলে, ‘কী করেই বা জানবেন ঈশ্বর? পরাৎপরের কি জানা থাকতে পারে?'
12 দেখ, এরাই তো দুর্জন ; সবসময় নিশ্চিন্ত হয়ে বাড়ায় ধনসম্পদ।
13 তাই বৃথাই আমি শুদ্ধ রেখেছি হৃদয়, বৃথাই নির্দোষিতায় ধুয়েছি দু'হাত।
14 আমি তো আঘাতগ্রস্ত সারাদিন ধরে, দণ্ডিতই প্রতিটি সকালে।
15 যদি বলতাম, 'ওদের মতই কথা বলব,' তাহলে তোমার এ যুগের সন্তানদের প্রতি অবিশ্বস্ত হতাম।
16 এসব বুঝবার জন্য ভাবতে লাগলাম, কিন্তু আমার চোখে এ কী কঠিন কাজ!
17 অবশেষে ঈশ্বরের পবিত্রধামে ঢুকেই আমি বুঝতে পারলাম ওদের পরিণাম।
18 আসলে তুমি তো পিচ্ছিল স্থানেই ওদের রাখ, ওদের লুটিয়ে দাও সর্বনাশের মুখে।
19 এক পলকেই ওদের কী ধ্বংস হল— ওরা আতঙ্কে নিঃশেষিত, বিলীন।
20 প্রভু, জেগে ওঠার পর একটা স্বপ্নের মত, জেগে উঠে তুমি অপচ্ছায়াই বলে ওদের অবজ্ঞা কর।
21 যখন অস্থির ছিল আমার মন, যখন উদ্বিগ্ন ছিল আমার হৃদয়,
22 তখন আমি অবোধ অজ্ঞ ছিলাম, তোমার সামনে ছিলাম পশুরই মত।
23 আমি কিন্তু নিরন্তর তোমার সঙ্গে আছি, তুমি আমার ডান হাত ধারণ করে রাখ।
24 তোমার সুমন্ত্রণা দ্বারা তুমি আমায় চালনা কর আর শেষে তোমার আপন গৌরবে আমায় গ্রহণ করবে।
25 স্বর্গে আমার জন্য আর কেইবা থাকতে পারে ? তোমার সঙ্গে থেকে এ মর্তে আমার আর কোন বাসনা নেই।
26 আমার দেহ, আমার হৃদয় নিঃশেষিতও হতে পারে, পরমেশ্বরই কিন্তু আমার হৃদয়ের শৈল, আমার স্বত্বাংশ চিরকাল।
27 তোমা থেকে যারা দূরে আছে, তারা সত্যি লুপ্ত হবে, তোমার প্রতি যারা অবিশ্বস্ত, তুমি তাদের সকলকে স্তব্ধ করে দাও।
28 আমি কিন্তু পরমেশ্বরের কাছে থাকাই আমার মঙ্গল, তোমার কর্মকীর্তি বর্ণনা করার জন্য আমি প্রভু পরমেশ্বরেই নিয়েছি আশ্রয়।