Index

সামসঙ্গীত - Chapter 6

1 আমাকে ভর্ৎসনা কর, প্রভু, কিন্তু ক্রুদ্ধ হয়ে নয়, আমাকে শাস্তি দাও,—কিন্তু রুষ্ট হয়ে নয়।
2 আমাকে দয়া কর, প্রভু, — ম্লান হয়ে যাচ্ছি, আমাকে নিরাময় কর, প্রভু, আমার হাড় সন্ত্রাসিত।
3 আমার প্রাণও নিতান্ত সন্ত্রাসিত : তুমি কিন্তু, প্রভু, – আর কতকাল?
4 ফিরে চাও, প্রভু, নিস্তার কর আমার প্রাণ, তোমার কৃপার দোহাই আমাকে কর পরিত্রাণ।
5 মৃত্যুলোকে তোমার কথার স্মরণ নেই; পাতালে কেবা করে তোমার স্তুতি?
6 ক্রন্দনে শ্রান্ত হয়ে আমি প্রতি রাতে বিছানা প্লাবিত করি, শয্যা অশ্রুসিক্ত করি।
7 দুঃখে আমার চোখ ক্ষীণ হয়ে আসে, দুর্বল হয়ে আসে আমার বিরোধীদের জন্য।
8 আমা থেকে দূরে সরে যাও, অপকর্মা সকল ! প্রভু যে শুনেছেন আমার কান্নার সুর।
9 প্রভু শুনেছেন মিনতি আমার, প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন।
10 লজ্জিত, অতি সন্ত্ৰস্ত হোক আমার সকল শত্রু, লজ্জিত হয়ে তারা এখুনি পিছু হটে যাক।