Index

সামসঙ্গীত - Chapter 3

1 প্রভু, কতই না শত্রু আমার! কতই না আমার বিরুদ্ধে রুখে দাঁড়ায়!
2 কতই না আমার সম্বন্ধে বলে: "পরমেশ্বরের কাছে তার জন্য পরিত্রাণ নেই।"
3 তুমি কিন্তু, প্রভু, আমার চারদিকে যেন ঢালের মত, তুমিই আমার গৌরব, তুমি তো আমার মাথা উঁচু কর।
4 চিৎকার করে আমি প্রভুকে ডাকি, আর তাঁর পবিত্র পর্বত থেকে তিনি আমাকে সাড়া দেন।
5 শয়ন করে আমি ঘুমিয়ে পড়ি, জেগে উঠবই, কারণ প্রভু ধরে রাখেন আমায়।
6 চারদিকে আমার বিরুদ্ধে শতসহস্রজন দাঁড়িয়ে আছে, তবুও আমি তাদের ভয় করি না।
7 প্রভু, উত্থিত হও! আমাকে ত্রাণ কর গো পরমেশ্বর আমার। তুমিই তো আঘাত হেনেছ আমার সকল শত্রুর মুখে, ভেঙে দিয়েছ দুর্জনদের দাঁত।
8 প্রভুরই তো পরিত্রাণ—তোমার আপন জাতির উপরেই তোমার আশীর্বাদ।