Index

সামসঙ্গীত - Chapter 144

1 ধন্য প্রভু, আমার শৈল,
তিনি আমার হাত যুদ্ধকুশল,
আমার আঙুল রণনিপুণ করে তোলেন ;
2 তিনি আমার কৃপাসিন্ধু, আমার গিরিদুর্গ,
আমার দুর্গ, আমার মুক্তিদাতা,
তিনি আমার সেই ঢাল যার কাছে নিয়েছি আশ্রয়,
তিনি যত জাতিকে আমার অধীনে আনেন।
3 প্রভু, মানুষ কী যে তুমি তার যত্ন নাও?
কীইবা মানবসন্তান যে তুমি তার জন্য চিন্তা কর ?
4 মানুষ—সে তো ফুৎকারই মাত্র,
তার আয়ুষ্কাল ছায়ার মতই চলে যায়।
5 প্রভু, তোমার আকাশ নত করে নেমে এসো,
পর্বতমালা স্পর্শ কর, পর্বতচূড়ায় ঘটবে ধূমের উদ্গিরণ।
6 বিদ্যুৎ হান, বিদ্যুৎ শত্রুদের ছত্রভঙ্গ করে দিক,
তীর ছুঁড়ে ছুড়ে ওদের বিহ্বল করে ফেল।
7 ঊর্ধ্ব থেকে হাত বাড়িয়ে বাঁচাও আমায়,
আমাকে উদ্ধার কর বিপুল জলরাশি থেকে,
সেই বিদেশীদের হাত থেকে,
8 যাদের মুখ অসত্যবাদী,
যাদের ডান হাত মিথ্যার হাত।
9 হে পরমেশ্বর, তোমার উদ্দেশে আমি গাইব নতুন গান,
তোমার উদ্দেশে বাজাব দশতন্ত্রী বীণা ;
10 তুমি তো রাজাদের বিজয়ী কর,
তোমার দাস দাউদকে মুক্ত কর।
খড়্গের মারণ-আঘাত থেকে বাঁচাও আমায়,
11 আমাকে উদ্ধার কর সেই বিদেশীদের হাত থেকে
যাদের মুখ অসত্যবাদী,
যাদের ডান হাত মিথ্যার হাত।
12 আমাদের পুত্রেরা হোক
তরুণ বয়সে বেড়ে ওঠা গাছের মত,
আমাদের কন্যারা হোক
মন্দির নির্মাণকাজে খোদাই করা স্তম্ভের মত।
13 আমাদের শস্যভাণ্ডার হোক পরিপূর্ণ,
সব ধরনের ফসলে উপচে পড়ুক।
হাজার হাজার হোক আমাদের মেষ,
মাঠে মাঠে অসংখ্যই হোক,
14 আমাদের বলদগুলি ভারী, হৃষ্টপুষ্ট হোক :
কোন দুর্ঘটনা, কোন নির্বাসন যেন না হয়,
পথে-ঘাটে কোন হাহাকার যেন না শোনা যায়।
15 সুখী সেই জাতি, যার জন্য এসব কিছু বাস্তব,
সুখী সেই জাতি, প্রভুই যার আপন পরমেশ্বর।