Index

সামসঙ্গীত - Chapter 25

1 তোমার প্রতি, প্রভু, তুলে ধরি আমার প্রাণ;
2 তোমাতেই, পরমেশ্বর আমার, ভরসা রাখি;
আমাকে যেন লজ্জা না পেতে হয়,
আমার শত্রুরা যেন আমার উপর জয়োল্লাস না করে।
3 যারা তোমাতে আশা রাখে, তারা কেউই লজ্জা পাবে না ;
তারাই লজ্জা পাবে, যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে।
4 আমাকে চিনিয়ে দাও তোমার পথসকল, প্রশ্ন,
আমাকে শিখিয়ে দাও তোমার পন্থাসকল।
5 তোমার সত্যে আমাকে চালনা কর, আমাকে শিক্ষা দাও,
তুমিই তো আমার ত্রাণেশ্বর,
তোমাতেই আশা রাখি সারাদিন।
6 তোমার স্নেহ, তোমার কৃপা মনে রেখ, প্রভু,
অনাদিকাল থেকেই সেই স্নেহ, সেই কৃপা ।
7 আমার যৌবনকালের পাপ ও অন্যায় মনে রেখো না,
তোমার কৃপায় আমায় মনে রেখ তোমার মঙ্গলময়তার খাতিরে, প্রভু।
8 প্রভু মঙ্গলময়, ন্যায়শীল,
তাই পাপীদের তিনি শেখান তাঁর আপন পথ।
9 ন্যায়মার্গে বিনম্রদের চালনা করেন,
বিনম্রদের শিখিয়ে দেন তাঁর আপন পথ।
10 যারা তাঁর সন্ধি, তাঁর নির্দেশমালা পালন করে,
তাদের জন্য প্রভুর সকল পথ কৃপা ও সত্যেরই পথ।
11 তোমার নামের দোহাই, প্রভু,
ক্ষমা কর আমার অপরাধ—কতই না বড় অপরাধ ।
12 কে সেই মানুষ যে প্রভুকে করে ভয়?
তিনি তাকে দেখাবেন কোন্ পথ বেছে নিতে হবে।
13 তার প্রাণ মঙ্গলময়তায় দিন যাপন করবে,
তার বংশ পাবে দেশের উত্তরাধিকার।
14 যারা প্রভুকে ভয় করে, তাদের জন্যই তাঁর মনের গোপন কথা,
তিনি তাদের জানান তাঁর সন্ধির কথা।
15 প্রভুর দিকেই নিবদ্ধ আমার চোখ,
তিনি তো আমার পা জাল থেকে বের করে দেন।
16 আমার দিকে চেয়ে দেখ, আমাকে দয়া কর,
আমি যে একাই, আমি যে দুঃখী।
17 আমার অন্তরের যত সঙ্কট দূর করে দাও,
আমার যত ক্লেশ থেকে আমায় বের করে আন।
18 আমার অবনতি, আমার দুর্দশা দেখ,
হরণ কর গো আমার সকল পাপ ।
19 দেখ আমার শত্রুদের—অনেকেই তারা,
তারা তীব্র ঘৃণায় আমাকে ঘৃণা করে।
20 আমার প্রাণ রক্ষা কর, উদ্ধার কর আমায় ;
আমাকে যেন লজ্জা না পেতে হয়—তোমাতেই নিয়েছি আশ্রয়।
21 সততা সরলতা আমাকে পালন করুক,
তোমাতেই যে রেখেছি আশা।
22 পরমেশ্বর, ইস্রায়েলকে মুক্ত কর
তার সকল সঙ্কট থেকে।