1 হে প্রভু, আমাদের প্রভু, সারা পৃথিবী জুড়ে কী মহিমময় তোমার নাম,
2 বালক ও শিশুরই মুখে আমি তোমার স্বর্গীয় মাহাত্ম্যের সঙ্কীর্তন করব। তুমি শত্রু ও বিদ্রোহীদের স্তব্ধ করে দিতে তোমার বিরোধীদের বিরুদ্ধে স্থাপন করেছ একটি দৃঢ়দুর্গ।
3 আমি যদি তাকাই তোমার আঙুলের কারুকার্য তোমার সেই আকাশের দিকে, সেই চন্দ্র ও তারকারাজির দিকে যা তুমি নিজেই বসিয়েছ,
4 তবে, মানুষ কী যে তুমি তার কথা মনে রাখ, কীইবা আদমসন্তান যে তুমি তার যত্ন নাও?
5 অথচ ঐশজীবদের চেয়ে তাকে সামান্যই শুধু ছোট করেছ তুমি, তাকে পরিয়েছ গৌরব ও সম্মানের মুকুট।
6 তাকে দিয়েছ তোমার হাতের কারুকার্যের শাসনভার, সবকিছু রেখেছ তার পদতলে—
7 মেষ ও বৃষের পাল, বন্য সমস্ত জন্তু,
8 আকাশের পাখি ও সাগরের মাছ, সমুদ্রের পথে পথে চরে যত প্রাণী।
9 হে প্রভু, আমাদের প্রভু, সারা পৃথিবী জুড়ে কী মহিমময় তোমার নাম।