Index

সামসঙ্গীত - Chapter 110

1 আমার প্রভুর প্রতি প্রভুর উক্তি,
আমার ডান পাশেই আসন গ্রহণ কর,
যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।'
2 প্রভু তোমার রাজদণ্ড-প্রতাপ সিয়োন থেকে ব্যাপ্ত করেন,
প্রভুত্ব কর তোমার শত্রুদের মাঝে।
3 তোমার পরাক্রমের দিনে – পবিত্রতার মহিমায়— তোমার জনগণ স্বেচ্ছায় এগিয়ে আসছে,
ঊষার গর্ভ থেকে তোমার কাছে এগিয়ে আসছে যৌবনের শিশির।
4 প্রভু শপথ করেছেন আর তার অন্যথা করবেন না
‘মেল্কিসেদেকের রীতি অনুসারে তুমি চিরকালের মত যাজক।'
5 প্রভু তোমার ডান পাশে আছেন,
তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের চূর্ণ করবেন ;
6 তিনি জাতি-বিজাতির মাঝে বিচার সম্পাদন করবেন:
মৃতদেহ জমিয়ে তাদের মাথা চূর্ণ করবেন বিস্তীর্ণ দেশ জুড়ে।
7 যাবার পথে তিনি খরস্রোতের জল পান করেন,
তাই তিনি মাথা উঁচু করে তোলেন।