1 প্রার্থনা। প্রভুর মানুষ মোশীর রচনা। ওগো প্রভু, যুগযুগ ধরে তুমি হলে আমাদের আশ্রয়দুর্গ।
2 পাহাড়পর্বতের জন্মের আগে, পৃথিবী ও জগতের প্রসবের আগে, অনাদিকাল থেকে অনন্তকাল ধরে তুমি ঈশ্বর।
3 হে আদমসন্তানেরা, ফিরে যাও!' একথা বলে তুমি মানুষকে ধুলায় ফিরিয়ে আন।
4 তোমার চোখে হাজার বছর সেই গতদিনেরই মত যা বয়ে গেল, রাতের এক প্রহরই যেন।
5 তুমি নিদ্রার বন্যায় বয়ে নিয়ে যাও তাদের, তারা প্রভাতে বেড়ে ওঠা ঘাসের মত—
6 প্রভাতে তা ফুটে উঠে বেড়ে ওঠে, সন্ধ্যায় কাটা পড়ে শুষ্ক হয়।
7 কারণ আমরা এখন তোমার ক্রোধে নিঃশেষিত, তোমার রোষে সন্ত্রাসিত ;
8 নিজের সামনে তুমি মেলে রেখেছ আমাদের অসৎ কাজ, নিজের শ্রীমুখের আলোতে আমাদের গোপন কাজ।
9 আমাদের সকল দিন কেটে যায় তোমার কোপের মাঝে, আমাদের বছরগুলি নিঃশেষিত হয় এক নিশ্বাসের মত।
10 আমাদের আয়ুষ্কাল—তা তো সত্তর বছর, আশি বছর বলিষ্ঠদের জন্য। কিন্তু সেগুলি জুড়ে দুঃখ ও কষ্ট, শীঘ্রই সেগুলি কেটে যায় আর আমরা উবে যাই!
11 কেবা জানে তোমার ক্রোধের শক্তি? কেবা দেখে তোমার কোপের ভার?
12 আমাদের আয়ুর দিনগুলি গুনতে আমাদের শেখাও, তবে আমরা লাভ করব প্রজ্ঞাপূর্ণ অন্তর।
13 ফিরে চাও, প্রভু, – আর কতকাল? তোমার দাসদের প্রতি দেখাও দয়া।
14 প্রভাতে তোমার কৃপায় আমাদের পরিতৃপ্ত কর, আর আমরা সানন্দে চিৎকার করব, মেতে উঠব চিরদিন ধরে।
15 যতদিন ক্লিষ্ট হয়েছি, যতবছর অমঙ্গল দেখেছি আমরা, ততদিন তুমি আমাদের করে তোল আনন্দিত।
16 প্রকাশিত হোক তোমার কর্মকীর্তি তোমার দাসদের কাছে, তোমার মহিমা তাদের সন্তানদের কাছে।
17 আমাদের পরমেশ্বর প্রভুর মাধুর্য আমাদের উপর বিরাজ করুক, আমাদের জন্য সুস্থির কর আমাদের হাতের কাজ, সুস্থির কর আমাদের হাতের কাজ।