1 আল্লেলুইয়া !
সুখী সেই মানুষ, যে প্রভুকে করে ভয়,
তাঁর আজ্ঞাবলিতে যার পরম প্রীতি।
2 তার বংশ পৃথিবীতে শক্তিশালী হবে,
ন্যায়নিষ্ঠদের কুল আশিসধন্য হবে।
3 তার ঘরে কত ঐশ্বর্য, কত ধন,
তার ধর্মময়তা চিরস্থায়ী।
4 ন্যায়নিষ্ঠদের জন্য সে যেন অন্ধকারে আলোর উদ্ভাস,
সে দয়াবান, স্নেহশীল, ধর্মময়।
5 যে দয়া করে, যে করে ঋণদান, তার মঙ্গল হয়,
সে ন্যায়ের সঙ্গে কাজ সম্পাদন করে।
6 সে কখনও টলবে না,
ধার্মিকজন স্মরণীয় থাকবে চিরকাল।
7 সে ভয় করে না কোন অশুভ সংবাদ,
তার অন্তর সুস্থির, প্রভুতেই নির্ভরশীল।
8 তার অন্তর সুদৃঢ়, সে ভীত নয়,
যতক্ষণ না নিজ শত্রুদের উপরে তাকাতে পারে।
9 নিঃয়কে সে মুক্তহস্তে দান করে,
তার ধর্মময়তা চিরস্থায়ী,
তার শক্তি গৌরবে উত্তোলিত ।
10 তা দেখে দুর্জন ক্ষুব্ধ হয়,
দাঁতে দাঁত ঘষে জীর্ণ শীর্ণ হয়ে যায়,
দুর্জনদের বাসনা ব্যর্থ হয়।