Index

সামসঙ্গীত - Chapter 92

1 প্রভুর স্তুতিগান গাওয়া কত সুন্দর, হে পরাৎপর, তোমার নামগান করা,
2 প্রভাতে তোমার কৃপা, রাতে তোমার বিশ্বস্ততা ঘোষণা করা
3 দশতন্ত্রী ও বীণা বাজিয়ে, সেতারের মধুর সুরে— কতই না সুন্দর।
4 কারণ তোমার কর্মকাণ্ড দিয়ে তুমি, প্রভু, আমাকে আনন্দিত কর, তোমার হাতের কর্মকীর্তির জন্য আমি হর্ষধ্বনি তুলি—
5 কতই না মহান তোমার কর্মকীর্তি, প্রভু তোমার চিন্তা-ভাবনা কতই গভীর।
6 মূর্খ মানুষ জানে না, নির্বোধ মানুষও একথা বোঝে না—
7 দুর্জনেরা যদিও ঘাসের মত অঙ্কুরিত হয়, সকল অপকর্মা যদিও বিকশিত হয়, তবু তারা বিধ্বস্ত হবে চিরকাল ধরে ;
8 তুমি কিন্তু, প্রভু, – তুমি মহামহিম চিরকাল।
9 এই যে, প্রভু, তোমার শত্রুসকল, এই যে, তোমার শত্রুরা লুপ্ত হবে, সকল অপকর্মা ছত্রভঙ্গ হবে।
10 তুমি তো আমার মাথা বন্য বৃষের মাথার মত উন্নীত কর, আমি সিত্ব হয়েছি তাজা তেলে।
11 আমার চোখ দেখবে ওত পেতে থাকা সেই শত্রুদের পতন, আমার কান শুনবে আমার বিরোধী সেই অপকর্মাদের দুর্দশার কথা।
12 ধার্মিক মানুষ বিকশিত হবে তালগাছের মত, বেড়ে উঠবে লেবাননের এরসগাছের মত,
13 প্রভুর গৃহে রোপিত হয়ে তারা আমাদের পরমেশ্বরের প্রাঙ্গণে বিকশিত হবে।
14 প্রাচীন বয়সেও তারা হবে ফলবান, থাকবে সরস সতেজ,
15 তারা যেন ঘোষণা করতে পারে যে প্রভু ন্যায়শীল- তিনি আমার শৈল, তাঁর মধ্যে অধর্ম নেই।