Index

সামসঙ্গীত - Chapter 142

1 চিৎকার করেই আমি প্রভুকে ডাকি,
চিৎকার করেই প্রভুর কাছে দয়া ভিক্ষা করি।
2 তাঁর সম্মুখে উজাড় করে দিই ভাবনা আমার,
তাঁর সম্মুখে খুলে বলি আমার সঙ্কটের কথা।
3 যখন আমার মধ্যে আত্মা মূর্ছাতুর,
তখন তুমিই জান আমার পথ ;
আমি যে পথে চলি,
সেইখানে ওরা আমার জন্য পেতেছে গোপন ফাঁদ
4 আমার ডান দিকে চেয়ে দেখ,
কেউই আমাকে চিনতে পারে না :
আমার নেই কোন আশ্রয়,
কেউই আমার প্রাণের যত্ন করে না।
5 প্রভু, তোমার কাছে চিৎকার করে বলি :
তুমি আমার আশ্রয়
আমার অংশ জীবিতের দেশে।
6 শোন গো আমার বিলাপ,
আমি যে নিতান্ত নিরুপায়।
আমার নির্যাতকদের হাত থেকে উদ্ধার কর আমায়,
ওরা যে আমার চেয়ে অধিক শক্তিশালী।
7 কারাবাস থেকে বের করে আন আমার প্রাণ,
আমি যেন করতে পারি তোমার নামের স্তুতি।
ধার্মিকেরা আমায় ঘিরে রাখবে,
কারণ তুমি করবে আমার উপকার।