Index

সামসঙ্গীত - Chapter 122

1 আমি আনন্দ পেলাম ওরা যখন আমাকে বলল,
এসো, চলি প্রভুর গৃহে !
2 এখন এসে থেমেছে আমাদের চরণ
তোমার তোরণদ্বারে, হে যেরুসালেম ।
3 যেরুসালেম দৃঢ়সংবদ্ধ নগরীর মতই গড়া,
4 সেইখানে উঠে আসে সকল গোষ্ঠী, প্রভুরই গোষ্ঠীসকল-
ইস্রায়েলের বিধি তো তারা করবে প্রভুর নামের স্তুতি,
5 সেইখানে যে অধিষ্ঠিত আছে বিচারাসনগুলি,
দাউদকুলের সিংহাসনগুলি ।
6 যেরুসালেমের জন্য তোমরা শাস্তি যাচনা কর!
যারা তোমাকে ভালবাসে, তাদের সমৃদ্ধি হোক ;
7 শাস্তি হোক তোমার প্রাচীর-মাঝে,
তোমার দুর্গশ্রেণীর মাঝে সমৃদ্ধি হোক!
8 আমার ভাই ও বন্ধুদের খাতিরে
আমি বলব, ‘তোমাতেই বিরাজ করুক শান্তি!'
9 আমাদের পরমেশ্বর প্রভুর গৃহের খাতিরে
আমি তোমার মঙ্গল অন্বেষণ করব।