Index

সামসঙ্গীত - Chapter 72

1 পরমেশ্বর, রাজাকে তোমার সুবিচার, রাজপুত্রকে তোমার ধর্মময়তা প্রদান কর ;
2 তিনি ধর্মময়তায় তোমার আপন জনগণকে, সুবিচার মতে তোমার দীনদুঃখীদের বিচার করুন।
3 পর্বতমালা জনগণের কাছে বয়ে আনুক শান্তি, উপপর্বত ধর্মময়তাই বয়ে আনুক।
4 তিনি জাতির দীনদুঃখীদের পক্ষে বিচার করবেন, করবেন নিঃস্ব মানুষের সন্তানদের পরিত্রাণ, অত্যাচারীকে কিন্তু চূর্ণ করবেন।
5 তিনি দীর্ঘায়ু হবেন সূর্যের মত, চন্দ্রের মত—যুগযুগস্থায়ী।
6 তিনি নেমে আসবেন তৃণভূমির উপরে বর্ষার মত, সেই বৃষ্টিধারার মত যা মাটিকে জলসিক্ত করে।
7 তাঁর জীবনকালে ধর্মময়তা হবে প্রস্ফুটিত, চন্দ্র যতদিন না বিলীন হয়, ততদিন মহাশান্তি হবে বিরাজিত।
8 তিনি এক সাগর থেকে আর এক সাগর পর্যন্ত আধিপত্য করবেন, মহানদী থেকে পৃথিবীর প্রান্তসীমায়।
9 মরুবাসীরা তাঁর সম্মুখে হাঁটু পাত করবে, তাঁর শত্রুরা ধুলা চেটে খাবে।
10 তার্সিস ও দ্বীপপুঞ্জের রাজারা নিয়ে আসবেন অর্ঘ্যদান, শেবা ও সাবার রাজারা রাজস্ব আনবেন ;
11 সকল রাজা তাঁর উদ্দেশে প্রণিপাত করবেন, তাঁকে সেবা করবে সকল দেশ।
12 কেননা যে-নিঃস্ব সাহায্যের জন্য চিৎকার করে, যে-দীনজন অসহায় হয়, তিনি তাদের উদ্ধার করবেন।
13 তিনি দীনহীন ও নিঃস্বের প্রতি দয়া করবেন, ত্রাণ করবেন নিঃস্বদের প্রাণ।
14 শোষণ আর হিংসার কবল থেকে তাদের মুক্ত করবেন, তাঁর দৃষ্টিতে তাদের রক্ত হবে মূল্যবান।
15 তিনি দীর্ঘজীবী হবেন, তাঁকে দেওয়া হবে শেবা দেশের সোনা ; তাঁর জন্য নিত্যই প্রার্থনা করা হবে, সারাদিন ধরে তাঁকে বলা হবে ধন্য।
16 দেশে গমের প্রাচুর্য হবে, পর্বত চূড়ায় চূড়ায় দোলবে তার শিষ। লেবাননের মতই ফলবে তার ফল, তার শস্য ফুটে উঠবে যেন মাটির ঘাস।
17 তাঁর নাম বিরাজ করুক চিরকাল! সূর্যের সামনে চিরস্থায়ী থাকুক সেই নাম, তবেই সেই নামে সকল দেশ হবে আশিসধন্য, তারা তাঁকে সুখী বলবে।
18 ধন্য প্রভু ঈশ্বর, ইস্রায়েলের পরমেশ্বর, তিনিই আশ্চর্য কর্মকীর্তির একমাত্র সাধক!
19 ধন্য তাঁর গৌরবময় নাম চিরকাল, সমস্ত পৃথিবী তাঁর গৌরবে পরিপূর্ণ হোক। আমেন, আমেন।
20 যেসের পুত্র দাউদের প্রার্থনা-মালা সমাপ্ত।