Index

সামসঙ্গীত - Chapter 37

1 দাউদের রচনা। আলেফ দুষ্কর্মার বিষয়ে তুমি ক্ষুব্ধ হয়ো না ;
2 অপকর্মার বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না ; তারা তো ঘাসের মত শীঘ্রই শুষ্ক হবে, ম্লান হবে মাঠের তৃণের মত।
3 প্রভুতে ভরসা রাখ, সৎকর্ম কর, এ দেশে বসবাস কর, বিশ্বস্ততা পালন কর ;
4 প্রভুতে আনন্দ কর, তিনি তোমার মনোবাঞ্ছা পূরণ করবেন।
5 প্রভুর সামনে মেলে ধর তোমার পথ, তাঁর উপর ভরসা রাখ—কাজ করবেনই তিনি;
6 তিনি তোমার ধর্মময়তা ফুটিয়ে তুলবেন আলোকেরই মত, তোমার ন্যায্যতা মধ্যাহ্নেরই মত।
7 প্রভুর সামনে নিশ্চুপ হয়ে থাক, তাঁর প্রতীক্ষা কর ; যার পথ সমৃদ্ধ, যে ফন্দি খাটায়, তেমন মানুষের বিষয়ে তুমি ক্ষুব্ধ হয়ো না।
8 ক্রোধ থেকে দূরে থাক, রোষ বর্জন কর, ক্ষুব্ধ হয়ো না—শুধু অমঙ্গলই তো এর ফল।
9 কারণ দুষ্কর্মারা উচ্ছিন্ন হবে, কিন্তু যারা প্রভুতে আশা রাখে, তারা পাবে দেশের উত্তরাধিকার।
10 আর কিছুকাল, তারপর বিলীন হবেই দুর্জন, তার স্থানের দিকে যত তাকাও, সে তো আর নেই।
11 কিন্তু দীনহীনেরা পাবে দেশের উত্তরাধিকার, তারা করবে মহাশান্তি উপভোগ।
12 দুর্জন ধার্মিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।
13 কিন্তু তাকে নিয়ে প্রভু হাসেন, দেখেন তো তিনি, এসে গেছে তার দিন।
14 দীনহীন ও নিঃয়কে ভূলুণ্ঠিত করবে ব'লে, সৎপথের মানুষকে হত্যা করবে ব'লে, দুর্জনেরা খড়া কোষমুক্ত করে, বাঁকায় ধনুক,
15 তাদের খড়্গা তাদের নিজেদের হৃদয়ে ঢুকবে, ভাঙবেই তাদের ধনুক।
16 দুর্জনদের প্রাচুর্যের চেয়ে ধার্মিকের সামান্য সম্পদই শ্রেয় ;
17 কারণ দুর্জনদের বাহু ভেঙে যাবে, কিন্তু স্বয়ং প্রভুই ধার্মিকদের ধরে রাখেন।
18 প্রভু জানেন সৎমানুষের জীবন, তাদের উত্তরাধিকার থাকবে চিরকাল।
19 দুর্দশার দিনে তারা লজ্জিত হবে না, দুর্ভিক্ষের দিনে পরিতৃপ্তই হবে।
20 দুর্জনেরা কিন্তু বিলুপ্ত হবে, চারণভূমির শোভার মতই হবে প্রভুর শত্রুসকল ; তারা নিঃশেষিত হবে, ধোঁয়ার মতই নিঃশেষিত হবে।
21 ঋণ ক'রে দুর্জন তা করে না শোধ, ধার্মিক কিন্তু দয়াবান দানশীল।
22 প্রভুর আশিসধন্য যারা, তারা পাবে দেশের উত্তরাধিকার, কিন্তু তাঁর অভিশপ্ত যারা, তারা উচ্ছিন্ন হবে।
23 প্রভু মানুষের পদক্ষেপ অবিচল করেন, তিনি তার পথে প্রীত।
24 প্রভু তার হাত ধরে রাখেন ব'লে পড়লেও সে পড়ে থাকবে না।
25 আমি যুবক ছিলাম, এখন তো প্রবীণ, ধার্মিক যে পরিত্যক্ত, তার বংশ যে অন্নের ভিখারী, তেমন কিছু দেখিনি।
26 সারাদিন সে দয়া করে, করে ঋণদান, তার বংশ আশিসধনা হবে।
27 কুকর্ম থেকে সরে যাও, সৎকর্ম কর, তবেই তুমি বসবাস করবে চিরকাল।
28 কারণ প্রভু ন্যায়ই ভালবাসেন, তিনি আপন ভক্তজনদের করবেন না পরিত্যাগ। দুর্জনদের ধ্বংস হবে চিরকালের মত, তাদের বংশ উচ্ছিন্ন হবে।
29 ধার্মিকেরাই পাবে দেশের উত্তরাধিকার, সেখানে তারা বসবাস করবে চিরকাল ধরে।
30 ধার্মিকের মুখ জপ করে প্রজ্ঞার বাণী, তার জিহ্বা বলে ন্যায়ের কথা।
31 তার পরমেশ্বরের বিধান তার অন্তরে বিরাজিত, টলবে না কো তার পদক্ষেপ।
32 ধার্মিকের দিকে তাকিয়ে থাকে দুর্জন, তাকে হত্যা করবে, সেই সুযোগ অন্বেষণ করে।
33 প্রভু তার হাতে তাকে ছেড়ে দেবেন না, বিচারেও তাকে দণ্ডিত হতে দেবেন না।
34 প্রভুর প্রতীক্ষায় থাক, পালন কর তাঁর পথ, তুমি যেন দেশের উত্তরাধিকার পেতে পার তিনি তোমাকে উন্নীত করবেন, তুমি দেখতে পাবে দুর্জনদের উচ্ছেদ।
35 আমি দুর্জনকে মহীয়ান দেখলাম, সে ছিল সুপ্রসারী, যেন সবুজ গাছের মত ;
36 সেদিকে আবার গেলাম—কৈ! আর ছিল না সে ; তাকে খুঁজলাম—কিন্তু তাকে আর পাওয়া গেল না।
37 নির্দোষকে দেখ, ন্যায়নিষ্ঠকে লক্ষ কর : শান্তিপ্রিয় মানুষের জন্য ভাবী বংশ আছে।
38 কিন্তু সকল অন্যায়কারীর ধ্বংস হবে, দুর্জনদের ভাবী বংশ উচ্ছিন্ন হবে।
39 প্রভু থেকেই আসে ধার্মিকদের পরিত্রাণ, সঙ্কটকালে তিনিই তাদের আশ্রয়দুর্গ।
40 প্রভু তাদের সাহায্য করেন, তাদের রেহাই দেন, দুর্জনদের হাত থেকে রেহাই দেন, তাঁর আশ্রিতজন বলে তাদের ত্রাণ করেন।