Index

সামসঙ্গীত - Chapter 105

1 প্রভুকে ধন্যবাদ জানাও, কর তাঁর নাম, জাতিসকলের মাঝে তাঁর কর্মকীর্তি-কাহিনী কর প্রচার।
2 তাঁর উদ্দেশে গান কর, তাঁর জন্য তোল বাদ্যের ঝঙ্কার, জপ কর তাঁর সমস্ত আশ্চর্য কাজের কথা।
3 তাঁর পবিত্র নাম নিয়ে গর্ব কর, প্রভুর অন্বেষীদের অন্তর আনন্দিত হোক।
4 প্রভু ও তাঁর শক্তির সন্ধান কর, অনুক্ষণ তাঁর শ্রীমুখ অন্বেষণ কর।
5 স্মরণ কর তাঁর সাধিত আশ্চর্য কর্মকীর্তি, তাঁর অলৌকিক কাজ, তাঁর মুখের সুবিচার—
6 তোমরা যে তাঁর দাস আব্রাহামের বংশধর, তাঁর মনোনীত যাকোবের সন্তান।
7 তিনিই তো প্রভু, আমাদের পরমেশ্বর, তাঁর বিচারগুলি সারা পৃথিবী জুড়ে প্রচলিত।
8 তিনি চিরকাল স্মরণে রাখেন তাঁর সেই সন্ধি— সেই বাণী যা জারি করেছিলেন সহস্র প্রজন্মের জন্য,
9 সেই সন্ধি যা স্থাপন করেছিলেন আব্রাহামের সঙ্গে, যা শপথ করেছিলেন ইসায়াকের প্রতি।
10 তিনি তা বিধিরূপেই স্থির করেছিলেন যাকোবের জন্য, চিরকালীন সন্ধিরূপেই ইস্রায়েলের জন্য—
11 তিনি বলেছিলেন : 'তোমাদের অধিকৃত সম্পদরূপে আমি তোমাকে দেব কানান দেশ।'
12 তারা যখন সংখ্যায় সামান্য ছিল, যখন স্বল্পজন ও সেই দেশে প্রবাসী ছিল,
13 যখন এক দেশ থেকে অন্য দেশে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াত,
14 তখন তিনি কাউকে দিলেন না তাদের অত্যাচার করতে তাদের খাতিরে রাজাদের ভর্ৎসনা করলেন :
15 “আমার তৈলাভিষিক্তজনদের তোমরা স্পর্শ করো না, আমার নবীদের কোন অনিষ্ট করো না।'
16 তিনি সেই দেশের উপরে দুর্ভিক্ষ ডেকে আনলেন, ধ্বংস করলেন তাদের সমস্ত অন্নের সম্বল।
17 তাদের আগে তিনি একজনকে পাঠিয়ে দিলেন, সেই যোসেফ দাসরূপে বিক্রি হলেন।
18 তাঁর দু' পা বন্ধন দিয়ে ক্লিষ্ট করা হল, তাঁর গলায় দেওয়া হল বেড়ি,
19 শেষে কিন্তু তাঁর বাণী সত্য হল, প্রভুর উক্তি তাঁকে সত্যবাদী প্রমাণিত করল।
20 রাজা আদেশ দিলেন তাঁকে মোচন করতে, সেই বহু জাতির শাসনকর্তা তাঁকে মুক্তি দিলেন,
21 তাঁকে করলেন প্রাসাদের প্রভু, তাঁর সমস্ত ধনসম্পদের কর্তা,
22 তিনি যেন অমাত্যদের মনোমত সদুপদেশ দেন, প্রবীণদের প্রজ্ঞায় প্রবুদ্ধ করেন।
23 তারপর ইস্রায়েল নিজে মিশরে গেলেন, যাকোব নিজে হাম দেশে প্রবাসী হলেন।
24 প্রভু কিন্তু তাঁর আপন জাতির জনসংখ্যা কতই না বৃদ্ধি করলেন, তাদের শত্রুদের চেয়ে তাদের শক্তিশালী করলেন।
25 তাদের অন্তর পরিবর্তন করালেন, তারা যেন তাঁর আপন জাতিকে ঘৃণা করে, তারা যেন তাঁর আপন দাসদের সঙ্গে প্রতারণা করে।
26 তিনি তাঁর দাস মোশী আর তাঁর মনোনীত ব্যক্তি আরোনকে পাঠিয়ে দিলেন।
27 তাঁদের বাণীতে তাঁর নানা চিহ্ন দেখিয়ে দিলেন, হাম দেশে সাধন করলেন তাঁর নানা অলৌকিক কাজ।
28 তিনি অন্ধকার পাঠিয়ে দিলেন আর সবকিছু অন্ধকার হল, তারা কিন্তু তাঁর বাণীর বিরুদ্ধাচরণ করল।
29 তিনি তাদের নদনদী রক্তে পরিণত করলেন, ঘটালেন তাদের সমস্ত মাছের মৃত্যু।
30 তাদের দেশ বেঙে পূর্ণ হল রাজপ্রাসাদই পর্যন্ত।
31 তিনি কথা বললেন—এল ঝাঁকে ঝাঁকে ডাঁশ, এল দলে দলে মশা সারা দেশ জুড়ে।
32 বৃষ্টির বদলে তিনি তাদের দিলেন শিলাবৃষ্টি, তাদের দেশের উপর আগুনের শিখা।
33 তাদের আঙুরখেত ও ডুমুরগাছ আঘাত করলেন, ছিন্নভিন্ন করলেন দেশের যত গাছপালা।
34 তিনি কথা বললেন—এল পঙ্গপাল, অসংখ্য পতঙ্গের দল।
35 সেগুলো গ্রাস করল সেই দেশের যত উদ্ভিদ, গ্রাস করল ভূমির যত ফসল।
36 তিনি তাদের দেশে সকল প্রথমজাতকে আঘাত করলেন, আঘাত করলেন তাদের সকল বীরত্বের প্রথম ফসল।
37 তিনি রুপো ও সোনাসহ তাঁর আপন জনগণকে বের করে আনলেন, গোষ্ঠীদের মধ্যে হোঁচট খায়নি কেউ।
38 তাদের চলে যাওয়ায় আনন্দিত হল মিশর, তাদের ভয়ে যে তারা অভিভূত হয়ে পড়েছিল।
39 তাদের আবৃত করার জন্য তিনি পেতে দিলেন একটি মেঘ, রাতে আলোর জন্য দিলেন আগুন।
40 তারা চাইলেই তিনি এনে দিলেন ভারুই পাখির ঝাঁক, স্বর্গ থেকে রুটি দিয়েই তাদের পরিতৃপ্ত করলেন।
41 একটা শৈল দীর্ণ করলেন— জল প্রবাহিত হল, তা বয়ে গেল যেন মরুপ্রান্তরে একটা নদীর মত,
42 তিনি যে স্মরণ করলেন তাঁর দাস আব্রাহামকে দেওয়া তাঁর সেই পুণ্য কথা।
43 তিনি তাঁর আপন জাতিকে আনন্দের সঙ্গে, আনন্দচিৎকারে তাঁর মনোনীতদের বের করে আনলেন।
44 তিনি তাদের দিলেন বিজাতিদের দেশ, আর তারা সংগ্রহ করল অন্যান্য জাতির শ্রমের ফল,
45 তারা যেন তাঁর বিধিনিয়ম মেনে চলে, তাঁর বিধিবিধান পালন করে। আাল্লেলুইয়া !