Index

সামসঙ্গীত - Chapter 129

1 আরোহণ-সঙ্গীত।
আমার যৌবনকাল থেকে ওরা কতবারই না নির্যাতন করেছে আমায়,
ইস্রায়েল একথা বলুক,
2 আমার যৌবনকাল থেকে ওরা কতবারই না নির্যাতন করেছে আমায়,
তবুও আমার উপর করতে পারেনি জয়লাভ।
3 আমার পিঠে কৃষকেরা চালিয়েছে লাওল,
রচনা করেছে সুদীর্ঘ গভীর রেখা।
4 প্রভু ধর্মময়,
তিনি ছিঁড়ে দিলেন দুর্জনদের দড়ি।
5 যারা সিয়োন ঘৃণা করে,
তারা সবাই লজ্জায় পিছু হটে যাক।
6 তারা হবে ছাদের উপরে সেই ঘাসের মত,
উচ্ছিন্ন হবার আগে যা শুকিয়ে যায়;
7 সেই ঘাস ভরাতে পারে না কো শস্যকাটিয়ের মুষ্টি,
ভরাতে পারে না কো যে আটি বাঁধে তার কোল।
8 তাদের উদ্দেশ ক'রে পথচারীরা কেউই বলে না,
প্রভুর আশিস তোমাদের উপর বিরাজ করুক।'
প্রভুর নামে আমরাই তোমাদের আশীর্বাদ করি।