Index

সামসঙ্গীত - Chapter 137

1 বাবিলনের নদনদী কূলে বসে
আমরা কাঁদছিলাম সিয়োনের কথা স্মরণ ক'রে ;
2 সেখানকার ঝাউগাছে
ঝুলিয়ে রেখেছিলাম আমাদের বীণা।
3 আমাদের বন্দি করে এনেছিল যারা,
সেইখানে যে তারা চাইত আমরা গাইব গান ;
আমাদের অত্যাচারীরা আনন্দই চাইত—
আমাদের শোনাও সিয়োনের একটি গান। '
4 আমরা কী করে গাইব প্রভুর গান
এ বিদেশী মাটির বুকে?
5 ওগো যেরুসালেম, আমি যদি তোমায় ভুলে যাই,
আমার ডান হাতও আমাকে ভুলে যাক !
6 আমার জিহ্বা তালুতে লেগে যাক,
আমি যদি স্মরণে না রাখি তোমায়,
যেরুসালেমকে যদি না রাখি।
আমার সমস্ত আনন্দের ঊর্ধ্বে।
7 স্মরণ কর গো প্রভু এদোম সন্তানদের কথা,
যেরুসালেমের সেই দিনে ওরা বলত :
“ভূমিসাৎ কর!
ভিত সমেত তাকে ভূমিসাৎ কর!'
8 হে বিনাশিতা বাবিলন কন্যা,
তুমি যা কিছু করেছ আমাদের প্রতি,
সে-ই সুখী, যে তার যোগ্য প্রতিদান তোমাকে দেবে!
9 সে-ই সুখী, যে তোমার শিশুদের ধরে
শৈলের উপরে আছাড় মারবে!