Index

সামসঙ্গীত - Chapter 26

1 আমার সুবিচার কর, প্রভু. — সততায় চলেছি আমি :
প্রভুতেই ভরসা রেখেছি, আমি টলব না।
2 আমাকে পরীক্ষা কর, প্রভু, আমাকে যাচাই কর,
আগুনে শোধন কর আমার অন্তর, আমার হৃদয়।
3 তোমার কৃপা তো আমার চোখের সামনে,
আমি তোমার সত্যে চলি।
4 আমি মিথ্যাবাদীদের সঙ্গে বসি না,
যাই না ভণ্ডদের সঙ্গে,
5 অপকর্মাদের সংসর্গ ঘৃণা করি,
বসি না দুর্জনদের সঙ্গে।
6 নির্দোষিতায় হাত ধুয়ে
তোমার বেদি প্রদক্ষিণ করতে করতে, প্রভু,
7 আমি স্তুতিবাদ জানাই,
বর্ণনা করি তোমার সকল আশ্চর্য কাজ।
8 তোমার আবাস, তোমার এই গৃহ ভালবাসি, প্রভু,
এই স্থানটি, যেখানে বিরাজে তোমার গৌরব।
9 আমার প্রাণ হরণ করো না কো পাপীদের সঙ্গে,
আমার জীবন রক্তলোভী লোকদের সঙ্গে ;
10 অধর্মই তো তাদের হাতে,
অন্যায়-উপহারে পূর্ণই তাদের ডান হাত ।
11 আমি কিন্তু সততায় চলি,
আমার মুক্তি সাধন কর, আমাকে দয়া কর।
12 আমার পা থাকে সমতল পথে;
মহা জনসমাবেশে আমি প্রভুকে ধন্য বলব।