Index

সামসঙ্গীত - Chapter 61

1 আমার চিৎকার শোন গো পরমেশ্বর, আমার প্রার্থনায় মনোযোগ দাও।
2 পৃথিবীর প্রান্ত থেকেই তোমায় ডাকছি, আমার অন্তর মূর্ছিত-প্রায়। আমার পক্ষে উঁচু সেই শৈলে আমায় নিয়ে চল।
3 তুমিই তো হলে আমার আশ্রয়, শত্রুর সামনে দৃঢ় দুর্গমিনার।
4 তোমার তাঁবুতে বাস করব চিরকাল, তোমার ডানার নিভৃতে আশ্রয় নেব,
5 কারণ তুমি, পরমেশ্বর, শুনেছ আমার ব্রতসকল, যারা ভয় করে তোমার নাম, তাদের প্রাপ্য উত্তরাধিকার দিয়েছ আমায়।
6 রাজার আয়ুর দিনগুলির সংখ্যা বাড়িয়ে দাও, তাঁর জীবনের বর্মগুলি প্রসারিত হোক যুগে যুগান্তে।
7 পরমেশ্বরের সম্মুখে তিনি সিংহাসনে চিরসমাসীন থাকুন, কৃপা ও বিশ্বস্ততা তাঁকে রক্ষা করুক।
8 তবেই আমি চিরদিন করব তোমার নামগান, দিনে দিনে আমার ব্রতগুলি উদযাপন করব।