Index

সামসঙ্গীত - Chapter 32

1 সুখী সেই জন, যার অন্যায় হরণ করা হল,
আবৃত হল যার পাপ।
2 সুখী সেই মানুষ, যাকে প্রভু দোষ আরোপ করেন না,
যার আত্মায় ছলনা নেই।
3 নীরব থাকতাম বলে ক্ষয় ধরত আমার হাড়ে,
গর্জন করতাম সারাদিন।
4 দিনরাত ভারী ছিল আমার উপর তোমার হাত,
বিকৃত হচ্ছিল আমার বল গ্রীষ্মের তাপে যেন।
5 কিন্তু যখন আমার পাপ জানালাম তোমায়,
যখন আর আবৃত রাখিনি আমার অপরাধ,
যখন বললাম, ‘প্রভুর কাছে আমার যত অন্যায় স্বীকার করব,
তখনই তুমি হরণ করলে আমার পাপের দণ্ড।
6 তাই প্রতিটি ভক্তজন সঙ্কটকালে তোমার কাছে প্রার্থনা করুক;
বিশাল জলোচ্ছ্বাস এলেও তার নাগাল পাবেই না।
7 তুমিই আমার গোপন আশ্রয়,
সঙ্কট থেকে তুমিই তো রক্ষা কর আমায়,
মুক্তির আনন্দগানের মধ্যে তুমিই আমায় ঘিরে রাখ।
8 আমি তোমাকে সদ্বিবেচনা দেব,
তোমাকে দেখাব তোমার চলার পথ,
তোমার উপর চোখ নিবন্ধ রেখে তোমাকে মন্ত্রণা দেব।
9 ঘোড়া ও খচ্চরের মত নির্বোধ হয়ো না তোমরা,
বল্লা-লাগাম দিয়েই তাদের সামলাতে হয়,
নইলে তারা তোমার কাছে আসবে না।
10 দুর্জনের অনেক যন্ত্রণা আছে,
কিন্তু প্রভুতে যে ভরসা রাখে, কৃপাই তাকে ঘিরে থাকে।
11 প্রভুতে আনন্দ কর, মেতে ওঠ, ধার্মিকজন সকল,
সানন্দে চিৎকার কর তোমরা সবাই, সরলহৃদয় যারা।