Index

সামসঙ্গীত - Chapter 125

1 যারা প্রভৃতে ভরসা রাখে, তারা সিয়োন পর্বতের মত—
তা তো টলে না, স্থিতমূল থাকে চিরকাল।
2 গিরিমালা যেরুসালেমকে ঘিরে রাখে,
প্রভুও তাঁর আপন জাতিকে ঘিরে থাকেন
এখন থেকে চিরকাল ধরে।
3 দুর্জনের প্রস্তাবদণ্ড তিনি থাকতে দেবেন না
ধার্মিকদের সম্পদের উপর,
ধার্মিকেরাও পাছে অন্যায়ের দিকে বাড়ায় হাত ।
4 সৎমানুষের মঙ্গল কর, প্রভু,
সরলহৃদয় মানুষের মঙ্গল কর।
5 কিন্তু যারা বাঁকা পথে চলে,
প্রভু অপকর্মাদেরই সঙ্গে তাদের একত্রিত করুন।
ইস্রায়েলের উপর শান্তি বিরাজ করুক।