1 যুদায় পরমেশ্বর সুপরিচিত, ইস্রায়েলে তাঁর নাম সুমহান।
2 সালেমে তাঁর তাঁবু, সিয়োনে তাঁর আবাসগৃহ,
3 এইখানে তিনি ভেঙে দিলেন ধনুকের যত বিদ্যুৎশিখা, ঢাল, খড়া, সংগ্রাম।
4 শিকারের পর্বতমালায় কত উজ্জ্বল তুমি, হে মহামহিম!
5 সম্পদ-লুণ্ঠিত হয়ে নিদ্রায় আচ্ছন্ন হল যত বীর, কোন যোদ্ধা আর খুঁজে পাচ্ছিল না তার আপন হাত।
6 হে যাকোবের পরমেশ্বর, তোমার ধমক শুনে থামল রথ, থামল অশ্ব।
7 তুমি—ভয়ঙ্কর তুমি! তোমার ক্রোধ জ্বলে উঠলে কেবা দাঁড়াতে পারে তোমার সামনে?
8 পৃথিবীর সকল বিনম্রদের পরিত্রাণ করবে ব'লে যখন তুমি বিচার করতে উত্থিত হও, পরমেশ্বর,
9 স্বর্গ থেকে যখন তুমি ঘোষণা কর তোমার বিচার আদেশ, তখন ভয়ে মর্ত হয়ে পড়ে নিশ্চুপ।
10 তুমি তো চূর্ণই কর মানুষের রোষ, এ রোষ থেকে যারা বেঁচেছে, তাদের তুমি তোমাতেই ঘিরে রাখ।
11 তোমাদের পরমেশ্বর প্রভুর উদ্দেশে ব্রত নিয়ে সেগুলি পালনও কর। যারা তাঁর চারপাশে আছে, সেই ভয়ঙ্করের কাছে তারা আনুক উপহার।
12 তিনিই তো ক্ষমতাশালীদের শ্বাস কেড়ে নেন, পৃথিবীর রাজাদের কাছে তিনি ভয়ঙ্কর।