Index

সামসঙ্গীত - Chapter 71

1 প্রভু, তোমাতেই নিয়েছি আশ্রয়, আমাকে যেন কখনও লজ্জা না পেতে হয়।
2 তোমার ধর্মময়তায় আমাকে উদ্ধার কর, রেহাই দাও, কান দাও, কর গো পরিত্রাণ।
3 হও তুমি আমার জন্য একটি শৈলাশ্রয়, যেখানে আমাকে ত্রাণ করার জন্য তুমি আমাকে চিরকালের মত ঢুকতে আজ্ঞা কর, তুমিই যে আমার শৈল, তুমিই যে আমার গিরিদুর্গ।
4 হে আমার পরমেশ্বর, দুর্জনের হাত থেকে, অসৎ নির্দয় মানুষের হাত থেকে আমাকে রেহাই দাও।
5 তুমিই তো আমার আশা, প্রভু, যৌবনকাল থেকে তুমিই তো আমার ভরসা, প্রশ্ন।
6 জন্ম থেকেই আমি তোমার উপর নির্ভরশীল, মাতৃগর্ভ থেকে তুমিই আমার সহায়, তোমার উদ্দেশে আমার অবিরত প্রশংসাবাদ।
7 অনেকের কাছে আমি হয়েছি প্রহেলিকা যেন, তুমিই কিন্তু হলে আমার দৃঢ় আশ্রয়।
8 আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ, পূর্ণই তোমার কাস্তিতে সারাদিন ধরে।
9 বৃদ্ধ বয়সে আমাকে দূরে ঠেলে দিয়ো না, আমি শক্তিহীন হলে, তখনও আমাকে পরিত্যাগ করো না।
10 আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলছে, যারা আমার প্রাণনাশে সচেষ্ট, তারা একজোট হয়ে মন্ত্রণা করছে;
11 ওরা বলে : 'পরমেশ্বর তাকে ত্যাগ করেছেন, ধাওয়া করে ধর তাকে, উদ্ধার করার মত তার কেউ নেই।'
12 আমা থেকে দূরে থেকো না, পরমেশ্বর, আমার সহায়তায় শীঘ্রই এসো, পরমেশ্বর আমার।
13 আমার অভিযোগকারী সবাই লজ্জিত নিঃশেষিত হোক, আমার অনিষ্ট করতে সচেষ্ট সবাই অপবাদে অপমানে আচ্ছন্ন হোক।
14 আমি কিন্তু অনুক্ষণ আশা রাখব, করে যাব নব নব প্রশংসা তোমার।
15 আমার মুখ প্রচার করে যাবে তোমার ধর্মময়তা, সারাদিন তোমার পরিত্রাণের কথা, যদিও তার পরিমাপ আমার জানার অতীত।
16 এবার আমি প্রভুর পরাক্রান্ত কর্মকীর্তির বর্ণনায় আসব, তোমারই, শুধু তোমারই ধর্মময়তার কথা স্মরণ করিয়ে দেব।
17 যৌবনকাল থেকে তুমি, পরমেশ্বর, উদ্বুদ্ধ করেছ আমায়, আর আমি আজও প্রচার করে চলি তোমার আশ্চর্য কর্মকীর্তির কথা।
18 এখন আমি যে বৃদ্ধ, যে শুভ্রকেশ, আমায় ত্যাগ করো না গো পরমেশ্বর, যতক্ষণ না প্রচার করি তোমার প্রতাপ, আগামী প্রজন্মের মানুষের কাছে তোমার পরাক্রম।
19 হে পরমেশ্বর, তোমার ধর্মময়তা আকাশছোঁয়া, তুমি মহাকর্মই করেছ সাধন, কেইবা তোমার মত, পরমেশ্বর?
20 তুমি আমাকে বহু সঙ্কট ও অমঙ্গল দেখতে দিয়েছ, তবু আমাকে পুনরুজ্জীবিত করবে, আমাকে পুনরুত্থিতই করবে পৃথিবীর অতল থেকে,
21 মহত্তর মর্যাদায় আমাকে ভূষিত করবে, আমাকে পুনরায় সান্ত্বনা দান করবে।
22 তখন বীণার ঝঙ্কারে আমি তোমার বিশ্বস্ততার জন্য তোমাকে ধন্যবাদ জানাব, হে আমার পরমেশ্বর; সেতার বাজিয়ে তোমার স্তবগান করব, হে ইস্রায়েলের পবিত্রজন।
23 তোমার স্তবগান গেয়ে আনন্দচিৎকারে মুখর হয়ে উঠবে আমার ওষ্ঠ, মুখর হয়ে উঠবে এই প্রাণ, যার মুক্তিকর্ম তুমি সাধন করলে।
24 আমার জিহ্বাও সারাদিন ধরে তোমার ধর্মময়তা প্রচার করে যাবে, কারণ আমার অনিষ্ট করতে সচেষ্ট যারা, তারা হল লজ্জিত নতমুখ।