Index

সামসঙ্গীত - Chapter 108

1 আমার অন্তর সুস্থির, পরমেশ্বর,
আমি গান গাইব, তুলব বাদ্যের ঝঙ্কার, প্রাণ আমার !
2 জাগ, সেতার ও বীণা !
আমি ঊষাকে জাগরিত করব।
3 জাতিসকলের মাঝে আমি তোমার স্তুতিগান করব, প্রভু ;
সর্বদেশের মানুষের মাঝে করব তোমার স্তবগান,
4 কারণ মহান, আহা, আকাশছোঁয়াই তোমার কৃপা,
মেঘলোক-প্রসারী বিশ্বস্ততা তোমার।
5 স্বর্গের ঊর্ধ্বে উন্নীত হও, পরমেশ্বর,
সারা পৃথিবীর উপর বিরাজ করুক তোমার গৌরব।
6 তোমার প্রীতিভাজনেরা যেন নিস্তার পেতে পারে,
তোমার ডান হাত দ্বারা আমাদের ত্রাণ কর, আমাকে সাড়া দাও ।
7 তাঁর পবিত্রধামে পরমেশ্বর কথা বললেন,
আমি উল্লাস করব, সিখেম বিভক্ত করব,
সুক্কোৎ উপত্যকা মেপে নেব।
8 গিলেয়াদ তো আমার, মানাসে আমার,
এফ্রাইম আমার শিরস্ত্রাণ, ঘুদা আমার রাজদণ্ড,
9 মোয়াব আমার ধোয়ার পাত্র,
এদোমের উপর পাদুকা নিক্ষেপ করব,
ফিলিস্তিয়ার উপর আমার জয়নাদ তুলব।'
10 কে আমাকে সুরক্ষিত নগরীতে নিয়ে যাবে?
কে আমাকে এদোমে চালিত করবে?
11 হে পরমেশ্বর, তুমিই নয় কি, যে তুমি ত্যাগ করেছ আমাদের,
যে তুমি, হে পরমেশ্বর, আর বেরিয়ে যাও না আমাদের বাহিনীর সঙ্গে?
12 শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তায় এসো,
বৃথাই যে মানুষের দেওয়া পরিত্রাণ।
13 পরমেশ্বরের সঙ্গে আমরা পরাক্রম সাধন করব,
তিনিই তো আমাদের শত্রুদের মাড়িয়ে দেবেন ।