Index

সামসঙ্গীত - Chapter 134

1 আরোহণ-সঙ্গীত।
এসো, প্রভুকে বল ধন্য,
তোমরা সবাই যারা প্রভুর সেবক,
তোমরা যারা রাত্রিকালে
থাক প্রভূর গৃহে।
2 পবিত্রধামের দিকে দু'হাত তুলে
প্রভুকে বল ধন্য।
3 সিয়োন থেকে তোমাকে আশীর্বাদ করুন প্রভু,
আকাশ ও পৃথিবীর নির্মাতা যিনি।