Index

সামসঙ্গীত - Chapter 43

1 পরমেশ্বর, আমার সুবিচার কর; অসৎ এক জাতির বিরুদ্ধে আমার পক্ষ সমর্থন কর; ছলনা ও শঠতার মানুষের হাত থেকে আমায় রেহাই দাও।
2 তুমি আমার রক্ষাকর্তা পরমেশ্বর; কেন ত্যাগ কর আমায়? কেনই বা শোকার্ত হয়ে শত্রুর তাড়নায় আমায় চলতে হয়?
3 তোমার আলো, তোমার সত্য প্রেরণ কর, তারাই আমাকে চালনা করুক; আমাকে নিয়ে যাক তোমার পবিত্র পর্বতে, তোমার আবাসগৃহে।
4 তখন আমি যাব পরমেশ্বরের বেদির কাছে আমার আনন্দের, আমার পুলকের ঈশ্বরের কাছে; সেতারের সুরে গাইব তোমার স্তুতি, হে পরমেশ্বর, আমার পরমেশ্বর।
5 প্রাণ আমার, কেনই অবসন্ন তুমি? কেন আমার মধ্যে তুমি গর্জন কর? পরমেশ্বরের প্রত্যাশায় থাক—আমি আবার করবই তাঁর স্তুতিবাদ, তিনি আমার শ্রীমুখের পরিত্রাণ, আমার পরমেশ্বর।