4 তখন আমি যাব পরমেশ্বরের বেদির কাছে আমার আনন্দের, আমার পুলকের ঈশ্বরের কাছে; সেতারের সুরে গাইব তোমার স্তুতি, হে পরমেশ্বর, আমার পরমেশ্বর।
5 প্রাণ আমার, কেনই অবসন্ন তুমি? কেন আমার মধ্যে তুমি গর্জন কর? পরমেশ্বরের প্রত্যাশায় থাক—আমি আবার করবই তাঁর স্তুতিবাদ, তিনি আমার শ্রীমুখের পরিত্রাণ, আমার পরমেশ্বর।