1 ত্রাণ কর গো প্রভু! ভক্তপ্রাণ বলে আর কেউ নেই ; আদমসন্তানদের মধ্যে এখন বিশ্বস্তদের অন্তর্ধান।
2 একে অপরকে সবাই মিথ্যা কথা বলে, তোষামোদে পটু ঠোঁট দ্বিভাব কথা বলে।
3 হেঁটে ফেলুন প্রভু তোষামোদে পটু সকল ঠোঁট, বড়াই প্রিয় যত জিভ।
4 ওরা বলে, 'আমাদের জিভের জোরেই আমরা বিজয়ী, আমাদের ঠোঁট আছে! তবে কেবা আমাদের প্রভু?'
5 দীনহীনদের অত্যাচার, নিঃস্বদের আর্তনাদের জন্য এখন উত্থিত হব—বলছেন প্রভু ; যার উপর থুথু ফেলা হয়, তাকে আমি পরিত্রাণে অধিষ্ঠিত করব।'
6 প্রভুর কথাসকল শুদ্ধ কথা, মাটির মুখাতে নিখাদ করা, আগুনে সাতবারই শোধন করা রুপোর মত।
7 তুমি, প্রভু, আমাদের উপর দৃষ্টি রাখবে, তেমন মানুষের হাত থেকে আমাদের রক্ষা করবে চিরকাল।
8 দুর্জনেরা যখন চারদিকে চলাফেরা করে, আদমসন্তানদের মধ্যে তখন নীচতার উদয়।