Index

সামসঙ্গীত - Chapter 5

1 আমার কথায় কান দাও, প্রভু; আমার বিলাপে মনোযোগ দাও।
2 আমার কণ্ঠ, আমার চিৎকার শোন, আমার রাজা, আমার পরমেশ্বর! তোমার কাছেই তো, প্রভু, আমি প্রার্থনা করি।
3 প্রভাতে তুমি তো শোন আমার কণ্ঠ; প্রভাতে তোমার জন্য সবকিছু সাজিয়ে আমি চেয়ে থাকি।
4 দুষ্কর্মে প্রীত এমন ঈশ্বর তুমি নও: অপকর্মা আতিথ্য পায় না তোমার কাছে।
5 তোমার চোখের সামনে দাম্ভিকেরা দাঁড়াতে পারে না, সকল অপকর্মাকে তুমি ঘৃণা কর।
6 মিথ্যাবাদীকে বিলোপ কর, রক্তলোভী ও ছলনাপটু মানুষ প্রভুর অধিক বিতৃষ্ণার পাত্র।
7 আমি কিন্তু তোমার মহাকৃপায় তোমার গৃহে ঢুকব, তোমার পবিত্র মন্দির পানে তোমার শ্রদ্ধায় প্রণিপাত করব।
8 আমার শত্রুদের জন্য, প্রভু, তোমার ধর্মময়তায় আমাকে চালনা কর, আমার সামনে তোমার পথ সরল কর।
9 ওদের মুখে বিশ্বাসযোগ্য কথা নেই, ওদের অন্তরে সর্বনাশ; ওদের গলদেশ খোলা কবরেরই মত, ওদের জিহ্বা তোষামোদে পটু।
10 ওদের দোষী সাব্যস্ত কর গো পরমেশ্বর, ওদের ষড়যন্ত্র হোক ওদের নিজেদের পতন; ওদের অসংখ্য অন্যায়ের জন্য ওদের বিতাড়িত কর, তোমার বিরুদ্ধেই তো বিদ্রোহ করেছে ওরা।
11 কিন্তু তোমার আশ্রিতজন সকলেই উৎফুল্ল হোক, তারা নিত্যই করুক আনন্দগান। তুমি রক্ষা কর তাদের! যারা তোমার নাম ভালবাসে, তারা যেন তোমাতে উল্লাস করতে পারে।
12 কারণ তুমি, প্রভু, ধার্মিককে আশিসধন্য কর, তোমার প্রসন্নতা ঢালের মতই তাকে ঘিরে রাখে।