1 প্রভু, অপকর্মার হাত থেকে আমাকে নিস্তার কর, হিংসাপন্থী মানুষের হাত থেকে আমাকে নিরাপদে রাখ।
2 যারা মনে মনে অনিষ্টের কথা ভাবে, তাদের হাত থেকে, যারা দিনে দিনে যুদ্ধ বাধায়, তাদের হাত থেকে নিরাপদে রাখ।
3 ওরা জিহ্বা সাপেরই জিহ্বার মত তীক্ষ্ণ করে, ঠোঁটের পিছনে কেউটের বিষ।
4 প্রভু, দুর্জনের হাত থেকে আমাকে রক্ষা কর, হিংসাপন্থী মানুষের হাত থেকে আমাকে নিরাপদে রাখ। ওরা ভাবে কি করে আমার পায়ে ধাক্কা দেবে,
5 গর্বিতের দল আমার জন্য পাতে গোপন ফাঁদ, বাঁধন বিছিয়ে দেয় জালের মতন, আমার পথে রাখে ফাঁস।
6 আমি প্রভুকে বলি তুমিই আমার ঈশ্বর, শোন গো প্রভু আমার মিনতির কণ্ঠ।
7 ওগো পরমেশ্বর প্রভু, ওগো ত্রাণশক্তি আমার, সংগ্রামের দিনে আমার মাথা লুকিয়ে রাখ।
8 ওগো প্রভু, দুর্জনের বাসনা মঞ্জুর করো না, ওগো পরাৎপর, ওর ষড়যন্ত্র সফল হতে দিয়ো না।
9 আমাকে ঘিরে ধরেছে যারা, ওদের ঠোঁটের শঠতা মাথা পর্যন্তই ওদের ঢেকে দিক।
10 ওদের উপর বর্ষিত হোক জ্বলন্ত অঙ্গার, সেই গহ্বরে তিনি ওদের লুটিয়ে দিন, ওরা যেন আর কখনও না উঠতে পারে।
11 নিন্দুক যেন এ পৃথিবীতে কোথাও স্থির থাকতে না পারে, অনিষ্ট যেন হিংসাপন্থীকে তাড়না দেয় সর্বনাশের দিকে।
12 আমি জানি—প্রভু দীনহীনের পক্ষই সমর্থন করেন, নিঃস্বদের সুবিচার নিষ্পন্ন করেন।
13 হ্যাঁ, ধার্মিকেরাই করবে তোমার নামের স্মৃতি, ন্যায়নিষ্ঠরাই আসন পাবে তোমার সামনে।