Index

সামসঙ্গীত - Chapter 13

1 আর কতকাল, প্রভু? তুমি কি আমাকে ভুলে থাকবে চিরকাল?
আর কতকাল আমা থেকে লুকিয়ে রাখবে শ্রীমুখ ?
2 আর কতকাল মনে দুশ্চিন্তা, অন্তরে বেদনা আমাকে প্রতিদিন সইতে হবে?
আর কতকাল আমার শত্রু আমার মাথায় উঠবে?
3 চেয়ে দেখ! আমাকে সাড়া দাও গো প্রভু, পরমেশ্বর আমার
দাও আলো আমার চোখে, পাছে মৃত্যুঘুমে ঘুমিয়ে পড়ি,
4 পাছে আমার শত্রু বলে, 'তার সঙ্গে পেরেছি এবার,
আমি টলমল হলে পাছে আমার বিপক্ষরা মেতে ওঠে।
5 আমি কিন্তু তোমার কৃপায় ভরসা রাখি,
তোমার পরিত্রাণে মেতে ওঠে আমার অন্তর,
6 প্রভুর উদ্দেশে গাইব গান, তিনি যে করেছেন আমার উপকার।