Index

সামসঙ্গীত - Chapter 15

1 কে তোমার তাঁবুতে আতিথা পাবে, প্রভু? কে তোমার পবিত্র পর্বতে বসবাস করবে?
2 যার আচরণ নিখুঁত, যার কাজ ধর্মময়, অন্তর থেকে যে সত্য কথা বলে,
3 যার জিহ্বায় কুৎসা নেই, বন্ধুর যে করে না অপকার, প্রতিবেশীকে যে দেয় না অপবাদ,
4 যার দৃষ্টিতে ভ্রষ্ট মানুষ অবজ্ঞার পাত্র, কিন্তু প্রভুভীরুকে যে সম্মান করে, ক্ষতি হলেও যে আপন শপথের অন্যথা করে না,
5 সুদে যে টাকা দেয় না, নির্দোষের বিরুদ্ধে যে নেয় না কোন ঘুষ, এমনই যার আচরণ, সে টলবে না কোনদিন।