1 সুখী সেই মানুষ, যে চিন্তা করে দীনজনের কথা ; বিপদের দিনে প্রভু তাকে নিষ্কৃতি দেন।
2 প্রভু তাকে রক্ষা করে বাঁচিয়ে রাখবেন, দেশে সে সুখ ভোগ করবে। তুমি শত্রুদের ইচ্ছার হাতে তাকে সঁপে দেবে না।
3 ব্যাধি-শয্যায় প্রভু হবেন তার অবলম্বন, হ্যাঁ, তার রোগ-শয্যা তুমি উল্টিয়েই দেবে।
4 আমি বলেছি, 'প্রভু, আমাকে দয়া কর ; নিরাময় কর আমার প্রাণ—তোমার বিরুদ্ধে যে করেছি পাপ।'
5 আমার শত্রুরা আমার বিষয়ে অমঙ্গলের কথা বলে। “ও কখন মরবে? কখন বিলুপ্ত হবে ওর নাম ?'
6 যে কেউ আমাকে দেখতে আসে সে মিথ্যা বলে, তার হৃদয় অপকর্ম জমায়, তারপর বাইরে গিয়ে সেইসব রটিয়ে বেড়ায়।
7 আমার বিদ্বেষীরা সবাই মিলে আমার বিরুদ্ধে বিড়বিড় করে, আমার বিরুদ্ধে আমার অমঙ্গল ভাবে :
8 "মারাত্মক কোন কিছু ভর করেছে ওকে, যেখানে শুয়ে আছে, সেখান থেকে ও আর উঠতে পারবে না।'
9 যার উপর আমার ভরসা ছিল, আমার অন্ন যে ভাগ করে খেত, আমার সেই অন্তরঙ্গ বন্ধুও আমার বিরুদ্ধে বাড়াচ্ছে পা।
10 তুমি কিন্তু, প্রভু, আমাকে দয়া কর, আমাকে তুলে আন, আমি যেন তাদের দিতে পারি প্রতিফল ।
11 আমার শত্রু যদি আমার উপর সানন্দে চিৎকার না করতে পারে, এতেই আমি বুঝব যে তুমি আমাতে প্রীত ;
12 আমার সততার জন্য তুমি আমায় ধরে রাখ, তোমার সম্মুখেই আমায় সংস্থিত কর চিরকাল।
13 ধন্য প্রভু, ইস্রায়েলের পরমেশ্বর, অনাদিকাল থেকে চিরকাল ধরে। আমেন, আমেন।