2 দেখ, দাসদের চোখ যেমন গৃহকর্তার হাতের দিকে,
দাসীর চোখ যেমন গৃহিণীর হাতের দিকে,
তেমনি আমাদের চোখ আমাদের পরমেশ্বর প্রভুর দিকে,
তিনি যেন আমাদের দয়া করেন।
3 আমাদের দয়া কর, প্রভু, আমাদের দয়া কর !
আমরা যে বিদ্রূপে অত্যন্ত পরিপূর্ণ।
4 সত্যি, আমাদের প্রাণ অত্যন্ত পরিপূর্ণ :
আত্মতৃপ্ত মানুষেরা আমাদের অবিরতই উপহাস করে।
অহঙ্কারীরাই বিদ্রূপের যোগ্য!