Index

সামসঙ্গীত - Chapter 51

1 আমাকে দয়া কর গো পরমেশ্বর, তোমার কৃপা অনুসারে, তোমার অপার স্নেহে মুছে দাও আমার অপরাধ।
2 আমার অন্যায় থেকে আমাকে নিঃশেষে ধৌত কর, আমার পাপ থেকে শোধন কর আমায়।
3 আমার অপরাধ আমি তো জানি: আমার সামনেই অনুক্ষণ আমার পাপ;
4 তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে করেছি পাপ। তোমার চোখে যা কুৎসিত, তাই করেছি আমি— কাজেই তোমার বাণীতে তুমি ধৰ্মময়, তোমার বিচারে তুমি ত্রুটিহীন।
5 সত্যি, অন্যায়েই হয়েছে আমার জন্ম, পাপেই আমার জননী আমায় গর্ভধারণ করলেন।
6 জানি, আস্তর সত্যনিষ্ঠায় তুমি প্রীত, হৃদয়ের নিভৃতে তুমি প্রজ্ঞা শেখাও আমায়।
7 হিসোপ দিয়ে আমায় পাপমুক্ত কর, তবেই শুদ্ধ হব; আমাকে ধৌত কর, তবেই তুষারের চেয়েও শুভ্র হয়ে উঠব :
8 আমাকে শোনাও পুলক ও আনন্দের সুর, মেতে উঠবে সেই হাড়গুলি যা তুমি করেছ চূর্ণ।
9 আমার পাপ থেকে ঢেকে রাখ শ্রীমুখ, আমার সমস্ত অন্যায় মুছে ফেল।
10 আমার মধ্যে এক শুদ্ধ হৃদয় সৃষ্টি কর গো পরমেশ্বর, আমার মধ্যে এক সুস্থির আত্মা নবীন করে তোল।
11 তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিয়ো না কো দূরে, আমা থেকে তোমার পবিত্র আত্মাকে করো না হরণ।
12 আমাকে ফিরিয়ে দাও তোমার ত্রাণের পুলক, আমার মধ্যে এক উদার আত্মা ধরে রাখ।
13 আমি অপরাধীদের শেখাব তোমার পথসকল, পাপীরা তখন ফিরবে তোমার কাছে।
14 হে পরমেশ্বর, আমার ত্রাণেশ্বর, রক্তপাত থেকে উদ্ধার কর আমায়, আর আমার জিহ্বা করবে তোমার ধর্মময়তার গুণকীর্তন।
15 হে প্ৰভু, খুলে দাও আমার ওষ্ঠাধর, আর আমার মুখ প্রচার করবে তোমার প্রশংসাবাদ।
16 যজ্ঞে তুমি যে প্রীত নও, আমি আহুতি দিলে তাতেও তুমি প্রসন্ন নও।
17 ভগ্ন প্রাণ, এই তো পরমেশ্বরের গ্রহণযোগ্য বলি, ভগ্ন চূর্ণ হৃদয় তুমি তো অবজ্ঞা কর না, পরমেশ্বর।
18 তোমার প্রসন্নতায় সিয়োনের মঙ্গল কর, পুনর্নির্মাণ কর যেরুসালেমের প্রাচীর।
19 তখনই তুমি যথার্থ যজ্ঞ, আহুতি ও পূর্ণাহুতিতে প্রীত হবে, তখনই তোমার বেদির উপরে নিবেদিত হবে বৃষের বলি।