Index

সামসঙ্গীত - Chapter 52

1 হে প্রভাবশালী মানুষ, কেন দুষ্কর্ম নিয়ে গর্ব কর ? ঈশ্বরের কৃপা নিত্যস্থায়ী !
2 তোমার জিহ্বা ধ্বংসের কথা কল্পনা করে তা শাণিত ক্ষুরেরই মত, হে প্রতারণার সাধক।
3 ভালোর চেয়ে মন্দ, সরল কথার চেয়ে মিথ্যাই তুমি ভালবাস ;
4 তুমি সর্বনাশেরই সব কথা ভালবাস, হে ছলনাপাঁটু জিভ।
5 তাই ঈশ্বর তোমাকে ধ্বংস করবেন চিরকালের মত, তোমার তাঁবু থেকে তোমাকে ধরে নিয়ে উচ্ছিন্ন করবেন তোমাকে নির্মূল করবেন জীবিতের দেশ থেকে।
6 তা দেখে ধার্মিকেরা ভয় পেয়ে সেই লোকের পিছনে হেসে বলবে :
7 এই যে সেই লোক, যে পরমেশ্বরকে করেনি তার আপন আশ্রয়দুর্গ বরং ধনসম্পদের প্রাচুর্যে ভরসা রাখল, সব ধ্বংস করে শক্তি সঞ্চয় করল।'
8 আমি কিন্তু পরমেশ্বরের গৃহে যেন সতেজ জলপাই গাছের মত, পরমেশ্বরের কৃপায় ভরসা রাখি চিরদিন চিরকাল।
9 তুমি যা করেছ, তার জন্য তোমার স্তুতি করব চিরকাল ; তোমার ভক্তদের সামনে আশা রাখব তোমার নামেই, মঙ্গলময় সেই নাম।