Index

সামসঙ্গীত - Chapter 132

1 আরোহণ-সঙ্গীত।
প্রভু, দাউদের কথা,
তাঁর সেই দুঃখকষ্টের কথা স্মরণ কর,
2 তিনি প্রভুর কাছে কী শপথ করলেন,
যাকোবের সেই শক্তিমানের কাছে কী ব্রত নিলেন—
3 আমি নিজ বসতবাড়িতে ঢুকব না,
শয্যায় শুতে যাব না;
4 ঘুম নামতে দেব না আমার চোখে,
তন্দ্রাচ্ছন্ন হতে দেব না আমার চোখের পাতা,
5 যতক্ষণ না খুঁজে পাই প্রভুর জন্য একটি স্থান,
যাকোবের সেই শক্তিমানের জন্য একটি আবাস।'
6 দেখ, এফ্রাথায় আমরা তার কথা শুনলাম,
যায়ারের মাঠে তা খুঁজে পেলাম :
7 এসো, তাঁর আবাসে যাই,
তাঁর পাদপীঠে প্রণিপাত করি।
8 ওঠ, প্রভু! তোমার সেই বিশ্রামস্থানে এসো,
তুমি ও তোমার প্রতাপের সেই মঞ্জুষা, এসো;
9 তোমার যাজকেরা ধর্মময়তায় পরিবৃত হোক,
তোমার ভক্তরা সানন্দে চিৎকার করুক।
10 তোমার দাস দাউদের খাতিরে,
ফিরিয়ে দিয়ো না গো তোমার তৈলাভিষিক্তজনের মুখ ;
11 প্রভু দাউদের কাছে শপথ করলেন,
ফিরিয়ে নেবেন না সেই সত্য কথা—
“তোমার ঔরসের এক ফল
আমি তোমার সিংহাসনে অধিষ্ঠিত করব।
12 তোমার সন্তানেরা যদি আমার সন্ধি পালন করে,
যদি পালন করে আমার নির্দেশ যা তাদের শিখিয়ে দেব,
তাদের পুত্রেরা তবে
তোমার সিংহাসনে বসবে চিরকাল।'
13 কারণ প্রভু সিয়োনকে করেছেন মনোনীত,
তাকেই চেয়েছেন তাঁর আপন বাসস্থান রূপে।
14 ‘এইখানে হবে আমার বিশ্রামস্থান চিরকাল ধরে,
এইখানে বাস করব—এই তো বাসনা আমার।
15 আমি তার খাদ্যভান্ডার প্রচুর আশিসে ধন্য করব,
তার নিঃস্ব যত মানুষকে অন্নদানে পরিতৃপ্ত করব।
16 তার যাজকদের ত্রাণবসনে পরিবৃত করব,
তার ভক্তরা চিৎকার করতে করতে আনন্দে ফেটে পড়বে।
17 সেখানে আমি দাউদের জন্য অঙ্কুরিত করব প্রতাপ,
আমার তৈলাভিষিক্তজনের জন্য জ্বালিয়ে রাখব এক প্রদীপ ।
18 তার শত্রুদের আমি লজ্জায় পরিবৃত করব,
তার মাথায় কিন্তু দীপ্তিময় থাকবে তার মুকুট।