Index

সামসঙ্গীত - Chapter 113

1 আল্লেলুইয়া!
প্রশংসা কর তোমরা, হে প্রভুর সেবক,
প্রশংসা কর প্রভুর নাম।
2 প্রভুর নাম ধন্য হোক এখন থেকে চিরকাল,
3 সূর্যের উদয় থেকে তার অস্তেই
প্রভুর নাম প্রশংসিত হোক।
4 প্রভু সকল দেশের উর্ধ্বে উচ্চতম,
তাঁর গৌরব আকাশমণ্ডলের ঊর্ধ্বে বিরাজিত।
5 কেইবা আমাদের পরমেশ্বর প্রভুর মত,
উর্ধ্বলোকে আসীন যিনি,
6 আনত হয়ে যিনি আকাশ ও পৃথিবীর উপর দৃষ্টিপাত করেন।
7 তিনি দীনজনকে ধুলা থেকে তুলে আনেন,
আবর্জনার স্তূপ থেকে নিঃয়কে টেনে তোলেন,
8 তাকে আসন দিতে নেতৃবৃন্দের মাঝে,
তাঁর আপন জাতির নেতৃবৃন্দের মাঝে।
9 তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন,
তাকে পুত্রসন্তানদের আনন্দময়ী মাতা করেন।
আঙ্গেলুইয়া !