Index

সামসঙ্গীত - Chapter 136

1 প্রভুকে ধন্যবাদ জানাও, তিনি যে মঙ্গলময়- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
2 দেবতার দেবতাকে জানাও ধন্যবাদ- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
3 প্রভুর প্রভুকে জানাও ধন্যবাদ- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
4 তিনিই মহা আশ্চর্য কর্মকীর্তির একমাত্র সাধক- তাঁর কৃপা যে চিরস্থায়ী ;
5 সুবুদ্ধির সঙ্গেই নির্মাণ করেছেন আকাশমণ্ডল— তাঁর কৃপা যে চিরস্থায়ী ;
6 স্থাপন করেছেন পৃথিবী জলরাশির উপর— তাঁর কৃপা যে চিরস্থায়ী।
7 তিনি নির্মাণ করেছেন মহাবাতি সকল- তাঁর কৃপা যে চিরস্থায়ী :
8 দিবা নিয়ন্ত্রণের জন্য গড়েছেন সূর্য— তাঁর কৃপা যে চিরস্থায়ী :
9 রাত্রি নিয়ন্ত্রণের জন্য গড়েছেন চন্দ্র ও তারকারাজি— তাঁর কৃপা যে চিরস্থায়ী।
10 তিনি মিশরের প্রথমজাতদের আঘাত করলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী ;
11 ওদের মধ্য থেকে ইস্রায়েলকে বের করে আনলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী :
12 শক্তিশালী হাতে ও প্রসারিত বাহুতেই তাদের বের করে আনলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
13 তিনি লোহিত সাগর দু'ভাগে বিভক্ত করলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী ;
14 ইস্রায়েলকে পার করালেন তার মাঝখান দিয়ে- তাঁর কৃপা যে চিরস্থায়ী ;
15 ফারাও ও তাঁর সেনাদলকে উল্টিয়ে দিলেন লোহিত সাগর বুকে- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
16 তিনি তাঁর আপন জাতিকে প্রান্তরে চালনা করলেন— তাঁর কৃপা যে চিরস্থায়ী।
17 মহান রাজাদের আঘাত করলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী ;
18 প্রতাপশালী রাজাদের সংহার করলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
19 তিনি আমোরীয়দের রাজা সিহোনকে— তাঁর কৃপা যে চিরস্থায়ী :
20 এবং বাশানের রাজা ওগ্-কে সংহার করলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
21 ওদের দেশ তিনি দিলেন উত্তরাধিকাররূপে— তাঁর কৃপা যে চিরস্থায়ী ;
22 তাঁর আপন দাস ইসাডোলকেই তা দিলেন উত্তরাধিকাররূপে— তাঁর কৃপা যে চিরস্থায়ী।
23 আমাদের অবনতির দিনে আমাদের স্মরণ করলেন— তাঁর কৃপা যে চিরস্থায়ী।
24 আমাদের অত্যাচারীদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
25 তিনি প্রতিটি প্রাণীকে খাদ্য দান করেন- তাঁর কৃপা যে চিরস্থায়ী।
26 স্বর্গেশ্বরকে জানাও ধন্যবাদ- তাঁর কৃপা যে চিরস্থায়ী।