1 আলেফ : সর্বদাই আমি প্রভুকে বলব ধন্য, নিয়তই আমার মুখে তাঁর প্রশংসাবাদ।
2 বেথ : প্রভুতে গর্ব করে আমার প্রাণ, শুনুক, আনন্দ করুক বিনম্র সকল।
3 গিমেল : আমার সঙ্গে প্রভুর মহিমাকীর্তন কর, এসো, আমরা একসঙ্গে তাঁর নাম বন্দনা করি।
4 দালেথ : প্রভুর অন্বেষণ করেছি, তিনি আমাকে সাড়া দিলেন, যত ভয়-শঙ্কা থেকে আমাকে উদ্ধার করলেন।
5 হে : তাঁর দিকে চেয়ে দেখ, তোমরা উজ্জ্বল হয়ে উঠবে, লজ্জায় ঢেকে যাবে না কো তোমাদের মুখ।
6 জাইন : এই দীনহীন ডাকে, প্রভু শোনেন, তার সকল সঙ্কট থেকে তাকে পরিত্রাণ করেন।
7 হেথ : প্রভুর দূত প্রভৃভীরুদের চারপাশে শিবির বসান, তাদের নিস্তার করেন।
8 টেথ : আস্বাদন কর, দেখ প্রভু কত মঙ্গলময়, সুখী সেই মানুষ, যে তাঁর আশ্রিতজন।
9 ইয়োধ : প্রভুকে ভয় কর, তাঁর পবিত্রজন সকল, যারা তাঁকে ভয় করে, তাদের তো নেই কোন কিছুর অভাব।
10 কাফ : ঘুবসিংহেরা অভাবগ্রস্ত হয়ে ক্ষুধায় ভুগছে, কিন্তু প্রভুর অন্বেষীদের নেই কোন মঙ্গলের অভাব।
11 লামেধ : এসো, সন্তানেরা, আমাকে শোন ; তোমাদের শেখাব প্রস্তুতয়—
12 মেম : কে সেই মানুষ, জীবনই যার অভিলাষ ? মঙ্গল দেখতে চায় ব'লে দীর্ঘায়ু যার আকাঙ্ক্ষা ?
13 নুন : কুকর্ম থেকে তোমার জিহ্বা মুক্ত রাখ, ছলনার কথা থেকে তোমার ওষ্ঠ,
14 সামেখ : পাপ থেকে সরে গিয়ে সৎকর্ম কর, শান্তির অন্বেষণ ক'রে কর অনুসরণ।
15 আইন : ধার্মিকদের উপর নিবন্ধ প্রভুর চোখ, তাদের চিৎকারের প্রতি তার কান।
16 পে : প্রভুর মুখ অপকর্মাদের প্রতিকূল পৃথিবী থেকে তাদের স্মৃতি উচ্ছেদ করার জন্য।
17 সাধে : তারা চিৎকার করে, প্রশ্ন শোনেন, তাদের সকল সঙ্কট থেকে তাদের উদ্ধার করেন।
18 কোফ : যারা ভগ্নহৃদয়, প্রভু তাদের কাছে কাছে থাকেন, যাদের আত্মা বিচূর্ণ, তিনি তাদের পরিত্রাণ করেন।
19 রেশ : ধার্মিকের অনেক দুর্দশা আছে, কিন্তু সেই সবকিছু থেকে প্রভু তাকে উদ্ধার করেন;
20 শিন : তিনি তার প্রতিটি হাড়ের যত্ন নেন, সেগুলির একটাও ভগ্ন হবে না।
21 তাউ : কুকর্ম ঘটায় দুর্জনের মৃত্যু, যারা ধার্মিককে ঘৃণা করে, তারা দণ্ডিত হবে।
22 প্রভু তাঁর আপন দাসদের প্রাণমুক্তি সাধন করেন ; তাঁর আশ্রিতজন কেউই দণ্ডিত হবে না।