1 আমাদের শক্তি-পরমেশ্বরের উদ্দেশে সানন্দে চিৎকার কর, যাকোবের পরমেশ্বরের উদ্দেশে জাগিয়ে তোল জয়ধ্বনি,
2 গান ধর, বাজাও খঞ্জনি, বীণার সঙ্গে মধুর সেতার,
3 বাজাও তুরি অমাবস্যায়, পূর্ণিমার রাতে, আমাদের পর্বদিনে।
4 এ তো ইস্লায়েলের বিধি, যাকোবের পরমেশ্বরের আদেশ।
5 যখন তিনি মিশর দেশের বিরুদ্ধে বেরিয়ে গেলেন, তখনই তিনি তা সাক্ষ্যরূপে যোসেফকে দিলেন। আমি শুনেছি অজানা কণ্ঠের এক বাণী :
6 তার কাঁধ থেকে আমি সরিয়ে দিয়েছি বোঝা, তার হাত ছেড়ে দিয়েছে ঝুড়ি।
7 সঙ্কটে তুমি ডাকলে আর আমি তোমাকে নিস্তার করলাম, বজ্রধ্বনির অন্তরাল থেকে আমি তোমাকে সাড়া দিলাম, মেরিবার জলাশয়ে তোমাকে পরীক্ষা করলাম।
8 শোন, আমার জাতি, সাবধান করে দিচ্ছি তোমায়, ওগো ইস্রায়েল, তুমি যদি শুনতে আমায় !
9 তোমার মধ্যে যেন কোন বিদেশী দেবতা না থাকে, বিজাতীয় কোন দেবতার উদ্দেশে তুমি যেন না কর প্রণিপাত।
10 আমিই প্রভু, তোমার পরমেশ্বর ! আমিই মিশর দেশ থেকে বের করে এনেছি তোমায়, মুখ খুলে রাখ, আমি তা পরিপূর্ণ করব।
11 আমার জনগণ কিন্তু আমার কণ্ঠ শুনতে চাইল না, ইস্রায়েল আমাকে মানতে চাইল না,
12 তাই আমি তাদের জেদি হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম, নিজেদের মত অনুসারেই চলুক তারা।
13 আমার জনগণ যদি শুনত আমায় ! ইস্রায়েল যদি চলত আমার সকল পথে !
14 তাহলে আমি এখনই তাদের শত্রুদের নমিত করতাম, তাদের প্রতিপক্ষদেরই বিরুদ্ধে ফেরাতাম হাত।
15 যারা প্রভুকে ঘৃণা করে, তারা তার বশ্যতা স্বীকার করত, তাদের শাস্তি হত চিরকালস্থায়ী।
16 তোমাদের কিন্তু আমি সেরা গম খেতে দিতাম, পাহাড়িয়া মধুতেই তোমাদের পরিতৃপ্ত করতাম।'