1 পরমেশ্বর আমাদের আশ্রয়, আমাদের শক্তি, সঙ্কটকালে তিনি নিত্য নিকটবর্তী সহায়:
2 তাই আমরা ভয় করব না যদিও পৃথিবী কম্পিত হয়, যদিও পাহাড়পর্বত টলে যায় সমুদ্র-গর্ভে;
3 গর্জে ফুলে উঠুক জলরাশি, তার তরঙ্গের আঘাতে কেঁপে উঠুক পর্বতমালা।
4 রয়েছে এমন এক নদী যার নানা স্রোতস্বিনী আনন্দিত করে তোলে পরমেশ্বরের নগর, পরাৎপরের পবিত্র আবাস ;
5 পরমেশ্বর তার মধ্যে থাকেন — টলবে না সেই নগর, ভোরের আবির্ভাবেই পরমেশ্বর তার সহায়তা করবেন।
6 দেশগুলো গর্জে উঠল, টলে গেল রাজাসকল, তিনি কণ্ঠস্বর শোনালেই পৃথিবী ভয়ে গলে গেল।
7 সেনাবাহিনীর প্রভু আমাদের সঙ্গে আছেন, যাকোবের পরমেশ্বর আমাদের দুর্গ।
8 এসো তোমরা, দেখ প্রভুর কর্মকীর্তি, পৃথিবীতে কী ভয়ঙ্কর কাজ করেছেন তিনি—
9 পৃথিবীর প্রান্তসীমায় রণ-যুদ্ধের সমাপ্তি ঘটান, ধনুক ভেঙে দেন, বর্শার অঙ্কুশ ছেটে ফেলেন, আগুনে পুড়িয়ে দেন ঢাল।
10 “শান্ত হও তোমরা, জেনে নাও, আমিই তো পরমেশ্বর, জাতি-বিজাতির মাঝে আমি উচ্চতম, পৃথিবী জুড়ে উচ্চতম।”
11 সেনাবাহিনীর প্রভু আমাদের সঙ্গে আছেন, যাকোবের পরমেশ্বর আমাদের দুর্গ।