Index

সামসঙ্গীত - Chapter 10

1 কেন দূরে থাক, প্রভু?
সঙ্কটকালে কেন লুকিয়ে থাক?
2 দুর্জনের অহঙ্কারে দীনহীনের কী জ্বালা,
তার আঁটা ফন্দি-ফিকিরে সে ধরা পড়ে।
3 নিজের কামনা-বাসনা নিয়ে দুর্জন দত্ত করে,
সে লোভী মানুষকে ধন্য করে, প্রভুকে উপেক্ষা করে।
4 গর্বোদ্ধত হয়ে দুর্জন তাঁর অন্বেষণ করে না,
তার ভাবনা-চিন্তার সার—পরমেশ্বর নেই।
5 তার যত পথ সদাই সফল,
তার পক্ষে বেশি উঁচুই তো তোমার বিচারগুলি,
তার সকল বিরোধীকে সে তুচ্ছ করে।
6 সে মনে মনে বলে, 'আমি টলব না,
যুগযুগ ধরে সুখী হব, আমার কখনও দুর্ভাগ্য হবে না।'
7 তার মুখ অভিশাপ ছলনা শাসানিতে পূর্ণ,
অধর্ম অপকর্ম তার জিহ্বার অন্তরালে।
8 ঝোপে সে ওত পেতে বসে থাকে,
নিভৃতস্থান থেকে নির্দোষকে সংহার করে।
হতভাগার উপর নিবদ্ধ রয়েছে তার দু'চোখ,
9 ঝোপে লুকানো সিংহের মতই সে নিভৃতে ওত পেতে থাকে ;
ওত পেতে থাকে দীনহীনকে ধরবার জন্য,
তার নিজের জালে দীনহীনকে সে টেনে ধরে ফেলে।
10 তাকে সে অবনমিত ক'রে নিষ্পেষিতই করে,
তার প্রচণ্ড ভারে সে পড়ে হতভাগাদের উপর।
11 মনে মনে সে বলে, ‘ঈশ্বর ভুলে গেছেন,
মুখ লুকিয়েছেন ; আর কখনও কিছুই দেখবেন না।
12 উত্থিত হও, প্রভু ! হাত তোল গো ঈশ্বর!
ভুলে থেকো না দীনদুঃখীদের কথা।
13 কেন দুর্জন পরমেশ্বরকে উপেক্ষা করে?
কেন মনে মনে বলে, 'তিনি জবাবদিহি চাইবেন না?'
14 অথচ তুমি তো দেখ দুর্দশা, দেখ দুঃখ,
সবকিছু লক্ষ কর, সবকিছু নিজ হাতেই তুলে নাও।
তোমারই কাছে হতভাগা নিজেকে সঁপে দেয়,
তুমিই তো এতিমের সহায়।
15 দুর্জন ও দুরাচারের বাহু ভেঙে দাও ;
তার সেই নষ্টামি যা ধরা পড়ত না, চাও তার জবাবদিহি।
16 প্রভুই রাজা চিরদিন চিরকাল :
বিজাতিরা তাঁর দেশ থেকে লুপ্ত হবে।
17 দীনদুঃখীদের বাসনা তুমি তো শোন, প্রভু,
তুমি তাদের অন্তর সুস্থির কর, কান দিয়েই শোন,
18 এতিম, অত্যাচারিতের পক্ষে বিচার করার জন্য,
মাটির তৈরী মানুষ যেন আর কখনও ভয় না ছড়াতে পারে।