Index

সামসঙ্গীত - Chapter 87

1 তার ভিত পবিত্র পর্বতশ্রেণীর চূড়ায় ;
2 এই সিয়োনের তোরণ প্রভু ভালবাসেন
যাকোবের সমস্ত আবাসের চেয়ে।
3 হে পরমেশ্বরের নগর,
তোমার বিষয়ে বলা হয় কতই না গৌরবের কথা।
4 যারা আমাকে জানে,
তাদের মধ্যে রাহাব ও বাবিলনের কথা উল্লেখ করব :
দেখ, ফিলিস্তিয়া, তুরস, ইথিওপিয়া—
সেখানে জন্মেছে সবাই।
5 কিন্তু সিয়োন সম্পর্কে বলা হবে, 'এর ওর জন্ম হয়েছে তারই কোলে ;
পরাৎপর নিজেই তা দৃঢ়প্রতিষ্ঠিত রাখেন।'
6 সর্বজাতির গণনাগ্রন্থে প্রভু একথা লিখবেন,
“সেইখানে হল এর জন্ম।
7 নেচে নেচে তারা গাইবে,
আমার জলের উৎস, সবই তোমার মাঝে।'